Ayodhya Ram Mandir: কেন বেঁধে রাখা হবে ভগবান শ্রী রামের চোখ? জানুন এর ধর্মীয় তাৎপর্য

ভগবানের মূর্তির চোখ বেঁধে দেওয়া হবে। পবিত্রকরণ প্রক্রিয়া সম্পন্ন হলেই এটি খোলা হবে।

Sahely Sen | Published : Jan 7, 2024 8:30 AM IST / Updated: Jan 07 2024, 02:16 PM IST

প্রাণ প্রতিষ্ঠার এক সপ্তাহ আগে থেকেই রামনগরী অযোধ্যায় শুরু হয়ে যাবে ধর্মীয় অনুষ্ঠান। ভগবানের নাম জপসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৬ জানুয়ারী থেকে ২২ জানুয়ারী পর্যন্ত রামলালার মূর্তি সম্পূর্ণ আচারের সঙ্গে পবিত্র করা হবে। 

-

মন্দির সূত্রে জানা গেছে যে, ১৭ জানুয়ারী থেকে প্রতিমা দেখা যাবে, তবে রামলালার জীবন পবিত্র হওয়ার আগে পর্যন্ত ভগবানের মূর্তির চোখ বেঁধে দেওয়া হবে।

পবিত্রকরণ প্রক্রিয়া সম্পন্ন হলেই খোলা হবে ভগবান শ্রী রামের চোখ। এর পেছনে রয়েছে জ্যোতিষশাস্ত্রের যুক্তি। বিশ্বাস করা হয় যে,  যখনই একজন ভক্ত ভগবানকে দেখেন, তখনই তিনি পূর্ণ আবেগের সঙ্গে তাঁর চোখের দিকে তাকিয়ে থাকেন। এমন অবস্থায় ভগবান ও ভক্তের চোখ মিলে গেলে অনুভূতির আদান-প্রদান হয়। 
-

কথিত আছে, এমন পরিস্থিতিতে ভগবান তাঁর ভক্তদের দ্বারা বশীভূত হন এবং তাঁর সঙ্গে চলে যাওয়ার জন্য প্রস্তুত হন। কলিযুগেও এমন ঘটনা ঘটেছে। এই বিষয়টি মাথায় রেখে অযোধ্যায় রাম লালার যাত্রা বের করার আগে ভগবান শ্রী রামের চোখদুটি কাপড় দিয়ে বেঁধে রাখা হবে। পবিত্র হওয়ার পরই এটি খোলা হবে।

Read more Articles on
Share this article
click me!