পহেলগাঁও হামলার পর এবার ভারত-পাকিস্তান যুদ্ধ লাগবে? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা শুরু

Published : May 01, 2025, 04:23 PM IST

Baba Vanga prediction about India-Pakistan: পহেলগাঁও হামলার পরই ভারত-পাকিস্তানের সম্পর্কে ফাটল আরও বড় হচ্ছে। এই পরিস্থিতিতে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা শুরু। 

PREV
112
পহেলগাঁও জঙ্গি হামলা

২২ এপ্রিল পহেলগাঁওর সুন্দর উপত্যকা বৈসরানে জঙ্গিরা হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে। তারপরই পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ করেছে।

212
ভারত-পাকিস্তান সম্পর্ক

পহেলগাঁও হামলার পরই ভারত-পাকিস্তানের সম্পর্কে ফাটল আরও বড় হচ্ছে। পহেলগাঁওর জঙ্গিদের পাকিস্তান মদত দিয়েছে বলেও অভিযোগ করেছে।

312
ভারতের পদক্ষেপ

এই পরিস্থিতি দাঁড়িয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ করেছে। যারমধ্যে গুরুত্বপূর্ণ হল সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখা।

412
পাকিস্তানের হুংকার

ভারতের এই পদক্ষেপের পরই পাকিস্তান য়ুদ্ধের হুংকার দিয়েছে। সর ধড়সে জুদা- এমন হুংকারও দিয়েছে।

512
সেনা তৎপরতা

পহেলগাঁও হামলার পরই ভারত উপত্যকা-সহ সীমান্তে একাধিক সেক্টরে সেনাদের চরম সতর্কতার মধ্যে রেখে ভারত। স্থল বহিনীর পাশাপাশি নৌসেনাও তৎপর। আরব সগরে পাকিস্তনের নাকের ডগায় মহড়া দিয়েছে। বায়ু সেনাও তৎপর।

612
পাল্টা পাকিস্তানের পদক্ষেপ

পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তান নিয়ন্ত্রণে রেখা এলাকায় বিনা উস্কানিকে প্রবল গুলিবর্ষণ করে চলেছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। এই অবস্থায় সীমান্ত যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে।

712
যুদ্ধ কী হবে?

এই পরিস্থিতি ভারত-পাকিস্তান দুই দেশের সাধারণ মানুষের প্রশ্ন এবার কী তাহলে আবারও দুই দেশের মধ্যে যুদ্ধ লাগবে। কিন্তু তার উত্তর দেয়নি কোনও দেশের সরকার। এমন পরিস্থিতিতে সামনে এল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী।

812
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

২০২৫ সালের কী কী হতে পারে তাই নিয়ে আগেই বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। সেখানেই বলা হয়েছিল, ভারত-পাকিস্তান যুদ্ধের আবহের কথা। তবে যুদ্ধ লাগবে কিনা তা স্পষ্ট করে বলেননি বাবা ভাঙ্গা।

912
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

২০২৫ সালের কী কী হতে পারে তাই নিয়ে আগেই বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। সেখানেই বলা হয়েছিল, ভারত-পাকিস্তান যুদ্ধের আবহের কথা। তবে যুদ্ধ লাগবে কিনা তা স্পষ্ট করে বলেননি বাবা ভাঙ্গা।

1012
'স্ট্রাইক ব্যাক করবে' ভারত

ভারত-পাক যুদ্ধ দিয়ে বাবা ভাঙ্গা বলেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ লাগবে ভারত 'স্ট্রাইক ব্যাক করবে'। এটাই বলা হয়েছে। এর থেকে বেশি তথ্য তিনি দেননি।

1112
দুই দেশের সম্পর্ক

যুদ্ধ লাগলে দুই দেশের সম্পর্ক, বাকি দেশগুলির ভূমিক কী হবে- বিশ্বে কোনও প্রভাব পড়বে কিনা তা নিয়ে কোনও তথ্য দেননি।

1212
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

বাবা ভাঙ্গার একধিক ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছে। ডায়নার মৃত্যু, ওয়ার্ল্ডট্রেড সেন্টারে হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেমন হয়েছে। তেমনই সত্যি হয়েছে করোনাভাইরাস মহামারির কথাও।

Read more Photos on
click me!

Recommended Stories