Netaji Tableau Cancel Row: অনলাইনে তীব্র প্রতিবাদ, ট্যাবলো বাতিল বিতর্কে গর্জে উঠল 'বাংলা পক্ষ'

প্রজাতন্ত্র দিবসে (Republic Day 2022) পশ্চিমবঙ্গের নেতাজি (Netaji Subhash Chandra Basu) থিমের ট্যাবলো প্রদর্শনী বাতিল করা নিয়ে তীব্র বিতর্ক (West Bengal Tableau Row)। অনলাইন প্রতিবাদ জানালো বাংলা পক্ষ (Bangla Pokkho) 
 

বাংলা তথা ভারতের রাজনীতিতে সাম্প্রতিকতম সংযোজন ট্যাবলো বিতর্ক (West Bengal Tableau Row)। শনিবারই জানা গিয়েছিল, প্রজাতন্ত্র দিবস (Republic Day Parade 2022) উপলক্ষ্যে দিল্লির রাজপথের কুচকাওয়াজে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রস্তাবিত ট্যাবলো প্রদর্শনী বাতিল করা হয়েছে। এর আগেও বহুবার এই রাজ্যের প্রস্তাবিত ট্যাবলো প্রদর্শনী বাতিল করেছে দিল্লির সরকার। তবে, এই বার বাড়তি মাত্রা যোগ করেছে বঙ্গের প্রস্তাবিত ট্যাবলোর বিষয়বস্তু, যা ছিল নেতাজি সুভাষ (Netaji Subhash Chandra Basu) এবং তাঁর আজাদ-হিন্দ-ফৌজ (Azad-Hind-Fauj)। যে নামে এখনও বাঙালির রক্তে লাগে আবেগের টান। ট্যাবলো প্রদর্শনী বাতিলকে কেন্দ্র করে উঠেছে বাঙালি ও নেতাজিকে অপমান করার অভিযোগ। এই অভিযোগকে আরও এক কদম এগিয়ে নিয়ে গেল বাংলা পক্ষ (Bangla Pokkho) সংগঠন। এই বিষয়ে একটি অনলাইন প্রতিবাদ সংগঠিত করেছে তারা। 

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সুভাষচন্দ্র বসু ও আজাদ-হিন্দ-ফৌজ'কে কেন্দ্র করে ট্যাবলো তৈরি করে প্রদর্শিত করতে চেয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই বছর নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী, কাজেই বিষয় অবশ্যই অত্যন্ত উপযুক্ত ছিল। কিন্তু, কোনও এক কারণে এই প্রস্তাব গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার। এরপরই বিষয়টি নিয়ে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। নেতাজি এবং বৃহত্তর অর্থে বাংলাকে অপমান করার অভিযোগ করেছিল ঘাসফুল শিবির। এবার, প্রায় একই সুরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনলাইন প্রতিবাদ জানালো বাংলা পক্ষ। 

Latest Videos

আরও পড়ুন - Kangana Row: 'নেতাজি-গান্ধীজি সম্পর্ক ছিল কঠিন', কঙ্গনা বিতর্ক নিয়ে কী বললেন সুভাষ বসুর কন্যা

আরও পড়ুন - Republic Day 2022: কুচকাওয়াজে বাদ নেতাজি ট্যাবলো, কেন্দ্রের অভিসন্ধি নিয়ে সিঁদুরে মেঘ দেখছে TMC

আরও পড়ুন - সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবে নেতাজির জন্মদিন থেকে, বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার

এদিন, একাধিক টুইট করে কেন্দ্রীয় সরকারের এই ট্যাবলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বাংলা পক্ষ। টুইটগুলিতে অ্যান্টি নেতাজি বিজেপি (#AntiNetajiBJP) এবং বেঙ্গল নেতাজি ব্যানড ইন দিল্লি (#BengalNetajibannedinDelhi) - এরকম দুটি হ্যাসট্যাগ ব্যবহার করা হয়েছে। বিজেপি"র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে 'বাংলা ও বাঙালি বিরোধী' এবং 'হিন্দি সাম্রাজ্যবাদী' বলেছে তারা। বিজেপি দলকেই 'বাঙালির শত্রু' বলে চিহ্নিত করেছে। এমনকী বিজেপির নীতি নির্ধারক আরএসএস (RSS) সংগঠনকেও আক্রমণ করা হয়েছে। বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তুলনা করে আরএসএস'কে 'ব্রিটিশের দালাল' বলা হয়েছে। তাই ঐতিহাসিকভাবেই বিজেপি ও আরএসএস সুভাষচন্দ্র বসুরও বিরোধী বলে দাবি করেছে বাংলা পক্ষ। সংগঠনের মতে, প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বাতিলের ঘটনায় এই 'সুভাষ বিরোধিতা' আরও প্রকট হল। 

শনিবার এই বিষয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই, বিজেপি দলের পক্ষ থেকে মোদী সরকার কতটা নেতাজিপন্থী, সেই প্রচার শুরু করা হয়েছে। মধ্যরাতে লালকেল্লায় (Red Fort) আইএনএ-র পতাকা উত্তোলন, নেতাজীর মতো টুপি পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্দামান (Andaman) সফর, নেতাজী স্মরণে আন্দামানের দুটি দ্বীপের নাম শহিদ ও স্বরাজ রাখা, নেতাজি বিষয়ক নথি প্রকাশ করা - এই ধরণের ঘটনাগুলিকে তুলে ধরা হচ্ছে। তবে, এই ধরণের কাজ করলেই কেউ 'সুভাষ ভক্ত' হয়ে যায় না, এমনটাই দাবি করেছে বাংলা পক্ষ। 

সংগঠনের পক্ষ থেকে তিনটি নির্দিষ্ট দাবি করা হয়েছে - ১. সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত সমস্ত ফাইল প্রকাশ করতে হবে, ২. ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট (Bengal Regiment) তৈরি করতে হবে, ৩. ভারতীয় সেনাবাহিনীর পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ দিতে হবে। এই বিতর্কের জল এবার কোথায় গড়ায় সেটাই দেখার। 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury