'গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ', ইউনূসকে 'ফ্যাসিবাদী-খুনি' তোপ শেখ হাসিনার

Published : Jan 24, 2026, 08:06 AM IST

Sheikh Hasina On Yunus: সামনেই ভোট বাংলাদেশে তার আগে এক অডিয়ো বার্তায় পদ্মাপাড়ের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কী বলেছেন তিনি? জানুন আরও  বিশদে…

PREV
15
হাসিনার রোষানলে ইউনূস

নতুন বছরের শুরুতেই বাংলাদেশে ভোট। আগামী ১২ ফেব্রুয়ারি সেদেশে সাধারণ নির্বাচন। যদিও নিষিদ্ধতার কারণে এবার ভোটে অংশগ্রহণ করতে পারছে না হাসিনার দল আওয়ামী লিগ। আর তার আগে এবার দিল্লির এক বৈঠকে শোনানো হল তার অডিয়ো বার্তা। যেখানে আগাগোড়া বাংলাদেশের অরাজকতার জন্য ইউনূসকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

25
ইউনূসকে তীব্র আক্রমণ শেখ হাসিনার

সূত্রের খবর, শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্ট্‌স ক্লাবের এক কর্মসূচিতে শোনানো হয় শেখ হাসিনার অডিয়ো বার্তা। সেখানে তিনি সশরীরে উপস্থিত না থাকলেও ভাষণ দেন অডিয়োতে। ‘সেভ ডেমোক্র্যাসি ইন বাংলাদেশ’ নামের ওই কর্মসূচিতে তিনি অডিয়ো বার্তায় বলেন, ‘’বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে।'' শুধু তাই নয়, ২০২৪ সালের অগাস্ট মাসে দেশ ছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে সরকারি কোনও কর্মসূচিতে হাসিনার ভাষণ শোনানো হলো। 

35
ইউনূস সরকারকে তীব্র আক্রমণ

সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শেখ হাসিনা অডিয়ো বার্তায় ইউনূসকে আক্রমণ করে বলেন যে, ‘’উনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সন্ত্রাস, অরাজকতা এবং গণতন্ত্রহীন এক যুগ ঠেলে দিয়েছে।'' এমনকি তাকে সুদখোর, ফ্যাসিবাদী  শাসক বলেও আক্রমণ শাননা শেখ হাসিনা। 

45
এখনও ভারতেই হাসিনা

জানা গিয়েছে, কোটা বিরোধী আন্দোলনের জেরে গত ২০২৪ সালের অগাস্ট মাসে দেশছাড়া হন শেখ হাসিনা। তারপর রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারতেই রয়ে গিয়েছেন তিনি। তবে শেখ হাসিনা ভারতে থাকলেও ইন্টারপোলের মাধ্যমে বারবার তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যদিও তাতে কর্ণপাত করেনি নয়া দিল্লি। ভারতে বহাল তবিয়তেই রয়েছেন আওয়ামী লিগের শীর্ষ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এই অবস্থায় কোনও সরকারি কর্মসূচিতে তার এই ভাষণ ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক তরজা।

55
বদলের বাংলাদেশে এখন কী অবস্থা

শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ ও বাংলাদেশ ছাড়ার পর থেকেই চূড়ান্ত অরাজকতা নেমে এসেছে সেদেশে। সংখ্যালঘুদের উপর হানাহানি আক্রমণ ইউনূস শাসনে বেড়েছে বহুগুন। আর এসবের পিছনে যে মুহাম্মদ ইউনূসের ইন্ধন রয়েছে সে কথাও স্পষ্ট করে আগেও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানকে বিদ্ধ করেছেন হাসিনা। ফের আরও একবার বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে তাঁকে তোপ দাগলেন আওয়ামী লিগের শীর্ষ নেত্রী। 

Read more Photos on
click me!

Recommended Stories