- Home
- India News
- সহবাস আর সন্তানের কারণে স্ত্রীর মত আইনি সুরক্ষা পাবেন প্রেমিকা, বড় নির্দেশ বোম্বে কোর্টের
সহবাস আর সন্তানের কারণে স্ত্রীর মত আইনি সুরক্ষা পাবেন প্রেমিকা, বড় নির্দেশ বোম্বে কোর্টের
Bombay High Court: তরুণ-তরুণীর দীর্ঘ দিনের সহবাসের সম্পর্ক- সম্পর্কের উপস্থিতি স্ত্রীর মত আইনি সুরক্ষা পাবেন সঙ্গিনী। নজিরবিহীন রায় দিল বোম্বে হাইকোর্ট। খারিজ করা হয়েছে অভিযুক্তের আবেদন।

বোম্বে হাইকোর্টের নির্দেশ
দীর্ঘ দিনের সহবাস ও সন্তানের জন্ম যুগলের মধ্যে বিবাহের সম্পর্ক তৈরি করে দেয়। আর তেমনটা হলে সঙ্গিনী স্ত্রীর মতই আইনি সুরক্ষা পাবেন। সম্প্রতি একটি মামলায় এমনই নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। মামলাকারী যুবকের আবেদন খারিজ করেছে দিয়েছে কোর্ট।
মামলার সূত্রপাত
যুবকের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘ দিন এক তরুণীর সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে ছিলেন। তরুণীর সঙ্গে দীর্ঘ দিন ধরেই সহবাস করেছেন। এই সম্পর্কের কারণে তাদের এক কন্যা সন্তানও জন্মায়। কিন্তু যুবক মা ও সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেন। একই সঙ্গে অন্য এক তরুণীকে বিয়ে করেন। তারপরই আদালতের দ্বারস্থ হয় সহবাসে থাকা তরুণী।
আদালতে তরুণী
সহবাসে থাকা তরুণী আদালতের দ্বারস্থ হন। তিনি যুবকের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেন। প্রেমিকের কাছ থেকে সন্তানের খরচও দাবি করেন। কারণ যুবক সন্তানের জন্মের পর থেকে কোনও খরচই বহন করতে রাজি হয়নি।
নির্যাতনের অভিযোগ
তরুণী আদালতের দ্বারস্থ হয়ে অভিযোহ করেছিলেন, তার সঙ্গে তরুণের দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। একাধিকবার সহবাসও হয়েছে। মহিলা এর আগেও একাধিকবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। তাঁকে তখন জোর করে গর্ভপাত করতে বাধ্য করা হয়েছিল। পরে কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু তারপরই প্রেমিক তাঁকে ত্যাগ করে অন্যত্র চলে গিয়ে নতুন করে সংসার পাতেন।
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ তরুণের
এর আগে তরুণী নিম্ম আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে তরুণীর পক্ষেই রায় দিয়েছিল। আদালত বলেছিল তরুণকে প্রত্যেক মাসে তাঁর প্রাক্তন প্রেমিকাকে ৫ হাজার টাকা আর সন্তানের জন্য মাসিক ২ হাজার টাকা করে দিতে হবে। নিম্নআদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তরুণ বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সেখানেই আদালত প্রেমিকাকে স্ত্রীর মত আইনি সুরক্ষা দেওয়ার কথা বলে। বোম্বে হাইকোর্ট বলেছে, 'সম্পর্কের মেয়াদ, শারীরিক সম্পর্কের ধরন, সন্তানের উপস্থিতি বিবাহের মত সম্পর্কের সমান। তাই যুবকের আবেদন খারিজ করা হয়েছে।' যদিও এই মামলা থেকে যুবকের স্ত্রী ও মাকে আগেই অব্যাহতি দিয়েছে হাইকোর্ট।

