Bank Holidays: ফেব্রুয়ারি মাসেও লম্বা ছুটি! জেনে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? তালিকা প্রকাশ RBI-র

Published : Jan 28, 2026, 08:35 AM IST

জানুয়ারি মাসের টানা ছুটির পর, ফেব্রুয়ারি মাসেও একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে, গ্রাহকদের সুবিধার জন্য অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।

PREV
15

২৩ ফেব্রুয়ারি থেকে ছিল ব্যাঙ্কে ছুটি। নেতাজির জন্মদিন পড়েছিল শুক্রবার। তারপর ২৪ ও ২৫ জানুয়ারি ছিল শনিবার ও রবিবার উপলক্ষ্যে ছুটি। সোমবার ২৬ জানুয়ারি ছিল ছুটি। মঙ্গলবার ২৭ জানুয়ারি ছিল ব্যাঙ্ক ধর্মঘট। 

25

টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার পর আজ ফের খুলছে ব্যাঙ্ক। চলতি মাস আর চার দিন খোলা থাকবে ব্যাঙ্ক। তারপরই পড়ছে নতুন মাস। এবার প্রকাশ্যে এল ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা। দেখে নিন ফেব্রুয়ারি মাসে ঠিক কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

35

প্রকাশ্যে আসা তালিকা বলছে, ফেব্রুয়ারিতে শনি ও রবিবার ছাড়াও আছে একাধিক ছুটির দিন। তালিকা বলছে, ১ ফেব্রুয়ারি (রবিবার)- সপ্তাহিক ছুটি।

১৪ ফেব্রুয়ারি (শনিবার)- দ্বিতীয় শনিবার

১৫ ফেব্রুয়ারি (রবিবার)- সাপ্তাহিক ছুটি

২২ ফেব্রুয়ারি (রবিবার)- সাপ্তাহিক ছুটি

২৮ ফেব্রুয়ারি (শনিবার)- চতুর্থ শনিবার

45

এছাড়াও উৎসবের কারণে আছে একাধিক ছুটি। ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ ফেব্রুয়ারি- সিকিমে লোসার

১৯ ফেব্রুয়ারি- মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী

২০ ফেব্রুয়ারি- অরুণাচল প্রদেশ এবং মিজোরামে রাজ্য প্রতিষ্ঠা দিবস।

55

ফেব্রুয়ারি মাসেই একাধিক দিন থাকবে ব্যাঙ্ক বন্ধ। তবে অনলাইনে টাকা আদান প্রদান করতে হবে। IMPS, NEFT, RTGS, UPI, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিং-র মতো পরিষেবাগুলি যথারীতি কাজ করবে।

Read more Photos on
click me!

Recommended Stories