ট্রে ভর্তি ময়দার তালের ওপর রাখা ঘর মোছার ঝাঁটা, ভাইরাল ডমিনোজ আউটলেটের ছবি

ছবিতে দেখা যাচ্ছে, একটি ঘরে রয়েছে শয় শয় নীল ও লাল রঙের ট্রে। তার ভিতর রাখা ময়দার তাল। নির্দিষ্ট মাপের ময়দার তাল সাজানো রয়েছে সেই সকল ট্রে-তে। এক একটি ট্রে-তে প্রায় ১৫ টি করে ময়দার তাল রাখা। এগুলো দিয়ে তৈরি হবে পিৎজা। নিশ্চয়ই ভাবছেন, এতে আর এমনকী। আসল টুইস্ট রয়েছে ঘরের দেওয়ালে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি ট্রে-র ওপর ঝুলছে ঘর ঝাড়ার ঝাঁটা। 

খাদ্যতালিকায় রোজ থাকে একটি করে দোকানের পদ থাকে নিত্যদিন। বার্গার, পিৎজা থেকে শুরু করে পেস্ট্রি কিংবা কেক থাকে রোজ। এমনকী, পছন্দের খাবারের তালিকা তৈরি করতে দিলে সকলের তালিকার শীর্ষে থাকতে বাধ্য এমন ধরনের খাবার। এই সকল খাবার স্বাদের জন্য উপযুক্ত না জেনেও আমরা নিত্যদিন তা খেয়ে চলেছি। এমনকী, করোনা কালেও অনেকে খেয়েছেন এধরনের খাবার। অধিকাংশই মনে করেন, হাইজিন মেনটেইন করে বানানো হয় এধরনের খাবার। এমনকী, নামী ফার্স্টফুড কোম্পানিগুলো এই বলেই তাদের বিজ্ঞাপন করে থাকেন। কিন্তু, সদ্য ভাইরাল হওয়া একটি ছবি বদলে দিল সকলের ধারণা।

ছবিতে দেখা যাচ্ছে, একটি ঘরে রয়েছে শয় শয় নীল ও লাল রঙের ট্রে। তার ভিতর রাখা ময়দার তাল। নির্দিষ্ট মাপের ময়দার তাল সাজানো রয়েছে সেই সকল ট্রে-তে। এক একটি ট্রে-তে প্রায় ১৫ টি করে ময়দার তাল রাখা। এগুলো দিয়ে তৈরি হবে পিৎজা। নিশ্চয়ই ভাবছেন, এতে আর এমনকী। আসল টুইস্ট রয়েছে ঘরের দেওয়ালে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি ট্রে-র ওপর ঝুলছে ঘর ঝাড়ার ঝাঁটা। 

ছবিটি পোস্ট করেছেন সাহিল করনানি নামে এক ব্যক্তি। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। তাঁর দাবি, এটি বেঙ্গালুরুর একটি ডমিনোজ আউটলেটের ভিতরের ছবি। এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, এভাবে তাজা পিৎজা পরিবেশ করা হয়। 

ছবি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। উঠেছে সমালোচনার ঝড়। ডমিনোজের মতো নামী সংস্থা কী করে এমন নোংরা ভাবে খাবার প্রস্তুত করেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এমনকী, সংশ্লিষ্ট আউটলেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন অনেকে। 

এক্ষেত্রে যদিও চুপ থাকেনি ডমিনোজ। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। তারা গ্রাহকদের নিরাপত্তা ও খাবারের গুণগত মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষপ নেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন। তবে, এই ছবি যে সকলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। ছবিতে স্পষ্ট যে খাবারের ওপরে ঝলছে ঘর ঝাড়ু দেওয়ার ঝাঁটা। আর যেভাবে ট্রেগুলো রাখা আছে, তাতে এই ঝাঁটা থেকে ধুলো খাবারের ওপর পড়বে তা বলার অপেক্ষা রাখে না। সে কারণেই ছবি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়েছে। প্রশ্ন উঠেছে সত্যিই স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করা হয় কিনা।   

আরও পড়ুন- বিহারে ৩১ জন বিধায়ক আজ মন্ত্রী হিসাবে শপথ নেবেন যাদের মধ্যে আরজেডি থেকে ১৬ জন মন্ত্রী এবং জেডিইউ থেকে ১১ জন

Latest Videos

আরও পড়ুন- ২০৪৭ সালের মধ্যে কি ভারত সত্যিই উন্নত দেশের মর্যাদা পাবে?

আরও পড়ুন- ঝাপসা চোখে স্বাধীনতার স্মৃতি আগলে পতাকা উত্তোলন লক্ষ্মীদেবী, পালকিতে করে চলল শোভাযাত্রা
 

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari