শিল্পপতি ভক্তের দানের পরিমাণ এক কোটি, ব্যয় হবে তিরুপতির গোমাতাদের পরিচর্যায়

 

  • তিরুপতি মন্দিরে ১ কোটি টাকা দান করলেন শিল্পপতি
  • তিরুপতি মন্দিরে পুজোর পর দান করলেন অর্থ
  • অনুদানকৃত অর্থ গরুদের রক্ষনাবেক্ষণ ব্যয় হবে
  • এর আগেও তিরুপতি মন্দিরে ১ কোটি দান করেন এক পূণ্যার্থী

তিরুমালা মন্দিরে এক কোটি টাকা দান করলেন বেঙ্গালুরুর এক শিল্পপতি। মন্দিরের গরুদের দেখাভালে গঠিত শ্রী ভেঙ্কেটেশ্বর গোসামরক্ষক ট্রাস্টকে এই অনুদান দেওয়া হচ্ছে।

তিরুপতির বালাজি মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অমরনাথ চৌধুরি ও তাঁর স্ত্রী পাহাড় ঘেরা মন্দিরে গিয়ে পুজোর পর এক কোটি টাকার চেক তিরুমালা চিরুপতি দেবস্থানমের হাতে তুলে দেন। 

Latest Videos

আরও পড়ুন : দেশজুড়ে মিশ্র প্রভাব, স্বাভাবিক থাকল বাণিজ্যনগরী, ধর্মঘটীদের ট্যুইট করে সেলাম রাহুলের

অমরনাথ চোধুরি বেঙ্গালুরুরতে সফল ভাবে একটি তথ্যপ্রযুক্তি সংস্থা চালান।  নয় বছর আগে নিজের ব্য়বসা শুরু করেছিলেন তিনি।  ক্রমেই সংস্থার বৃদ্ধি হয় লর্ড ভেঙ্কটেশ্বরের চরণে এই অর্থ তিনি প্রদান করেছেন বলে জানান। তিরুপতি মন্দির থাকা গরুদের রক্ষণবেক্ষণে এই টাকা ব্যয় করার অনুরোধ জানিয়েছেন ওই শিল্পপতি। 

আরও পড়ুন : বাম- কংগ্রেসের ডাকে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট, জেলায়-জেলায় রেল ও বাস অবরোধ

তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দির দেশের অন্যতম প্রধান বিষ্ণু মন্দির। হিন্দুদের কাছে অন্যতম তীর্থস্থান ভেঙ্কটেশ্বর মন্দির। প্রতিদিন লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই মন্দিরে। গতবছর জুলাইতে মন্দির কর্তৃপক্ষ ঘোষণা করে, মন্দিরে ১০ হাজার টাকা দান করলেই ভিআইপি টিকিট পাবেন পূণ্যার্থীরা। দেওয়া হবে মোট ৯টি ভিআইপি টিকিট। 

এরআগে ২০১৯ সালে ডিসেম্বরে অন্ধ্রপ্রদেশের এক পূণ্যার্থী এক কোটি টাকা তিরুপতি মন্দিরে দান করেছিলেন। অনুদানের অর্থ ভক্তদের নিখরচায় খাওয়ানোর ব্যাপারে ব্যয় করতে অনুরোধ করেন তিনি। 


 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar