৮ বছর ধরে পেটের মধ্যে নখ কাটার যন্ত্র, ভুলে গিয়ে বেমালুম বিয়ে-থা করে সংসার করছিলেন বেঙ্গালুরুর যুবক

এক্স রে রিপোর্ট দেখেই চোখ কপালে উঠল চিকিৎসকদের। নখ কাটার যন্ত্র জেনেশুনেই খেয়ে ফেলেছিলেন ওই ব্যক্তি। 

৩৮ বছরের যুবক রমেশ কুমারের (নাম পরিবর্তিত) আচমকা তীব্র পেটের যন্ত্রণা! তড়িঘড়ি ডাক্তারের দ্বারস্থ হতে হল তাঁকে। পেটের ব্যথা কমাতে না পেরে এক্স রে করার পরামর্শ দিলেন বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের চিকিৎসকরা। এক্স রে রিপোর্ট আসার পর যা বেরোল, তা দেখে চক্ষু চড়কগাছ সকলেরই। 

পেটের ভেতর অদ্ভুত ধরনের জিনিসের উপস্থিতি টের পেয়ে চিকিৎসকরা রমেশকে প্রশ্ন করেন। তখনই প্রকাশ্যে আসে যে, ৮ বছর আগে তিনি একটি নখ কাটার যন্ত্র, অর্থাৎ নেল কাটার খেয়ে ফেলেছিলেন। সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন, “যখন আমার বয়স ৩০ বছর ছিল, তখন আমার বাবা মা আমাকে অতিরিক্ত মদ্যপান করার জন্য একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) রেখে এসেছিলেন। সেখানে আমি নির্যাতন সহ্য করতে পারতাম না। রাগের বশে নখ কাটার যন্ত্রটি গিলে নিয়ে ওই পুনর্বাসন কেন্দ্রের কর্মীদের আমি বিষয়টি জানাই। তাঁরা আমাকে কয়েকটা কলা খাওয়ার নির্দেশ দেন এবং তাঁরা আমাকে বলেছিলেন যে, মলত্যাগ করার সময় নেলকাটারটি শরীর থেকে বেরিয়ে যাবে। সেজন্যই আমি এতদিন ধরে ভেবে এসেছি যে,  ওটা বেরিয়ে গেছে...। ডাক্তাররা এসে যখন আমাকে কোনও বস্তু গিলে ফেলার বিষয়ে জিজ্ঞাসা করলেন, তখন আমার ওই কথাটা মনে পড়েছিল।" 

তবে, পেটের মধ্যে থাকা এই নখ কাটার যন্ত্র রমেশের জীবনে কোনও টানাপড়েন সৃষ্টি করেনি বলেই জানা গেছে।  পুনর্বাসন কেন্দ্র থেকে ফিরে আসার পর তিনি বিয়ে করে স্ত্রী ও মা-বাবাকে নিয়ে সুখেই বাস করছিলেন। আচমকা পেটের যন্ত্রণা শুরু হওয়ায় তিনি চিকিৎসকদের দ্বারস্থ হন। সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন, “নেলকাটার খাওয়ার ঘটনা আমি আমার বাবা মা বা, বোনদের কোনদিনই বলিনি কারণ তারা আমাকে বকাবকি করতে পারে। এমনকি বিয়ের পরেও আমি আমার স্ত্রীকে এই কথা জানাইনি। আমার পেটে কোনও ব্যথা ছিল না এবং আমি এটা সম্পূর্ণভাবেই ভুলে গিয়েছিলাম।” 

মণিপাল হাসপাতালের সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, ব্যারিয়াট্রিক এবং জিআই অনকোলজির পরামর্শদাতা ড. লোহিত ইউ বলেছেন, “এটা আমার কাছে আসা সবচেয়ে বিরল ঘটনা। এটা একটা নিয়মিত আকারের নেল কাটার, যা প্রাপ্তবয়স্ক মানুষরা ব্যবহার করে থাকেন...  যেহেতু রোগীর পেটে আগেও দুটি অস্ত্রোপচার করা হয়েছিল, তার গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে একাধিক আঠালো পদার্থ পাওয়া গেছে। অন্ত্রে নেইল কাটার থাকার কারণেই এটা হতে পারে। নির্ভুলতার সাথে অপারেশন করে আমারা এটা বের করতে পেরেছি।" 

আরও পড়ুন- 

বাবি-র সঙ্গে তৃপ্ত হচ্ছেন বিবাহিত পুরুষরা, ‘প্রক্সি’-বউয়ের রোজগারের অঙ্ক শুনলে চমকে যাবেন!
Sex Toy: চরম যৌন সুখের আনন্দ পেতে ‘সেক্স টয়’-এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, জেনে নিন এর গুণাবলী
Photos Vastu Direction: বাড়িতে কোনও ছবি টাঙালে ৮টি মারাত্মক ভুল অবশ্যই এড়িয়ে চলুন

Latest Videos

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today