৮ কোটির কুকুর চুরি, খুঁজে দিলেই ইনাম মিলবে লাখ টাকা

Published : Dec 23, 2019, 06:09 PM ISTUpdated : Dec 23, 2019, 06:49 PM IST
৮ কোটির কুকুর চুরি, খুঁজে দিলেই ইনাম মিলবে লাখ টাকা

সংক্ষিপ্ত

  খোয়া গিয়েছে নিজের প্রিয় পোষ্য পোষ্যটির দাম ৮ কোটি টাকা পুলিশে অভিযোগ দায়ের মালিকের সন্ধান দিলেই মিলবে ১ লক্ষ নগদ পুরস্কার  

খোয়া গিয়েছে নিজের পোষ্যটি। তাইজন্য পুলিশের দ্বারস্থ হলেন বেঙ্গালুরুর এক ব্যক্তি। আর হবেন নাই বা কেন। পোষ্যটির দাম শুনলে আপনারও ছোখ ছানাবড়া হয়ে যেতে বাধ্য। ৮ কোটি টাকা খরচ করে নিজের পছন্দের শারমেয়টিকে এনেছিলেন  ওই ব্যক্তি।

আরও পড়ুন : ২ বছর ধরে অসহ্য পিঠে ব্যাথা কিশোরীর, অস্ত্রোপচারে যা বেড়োল তা দেখে হতবাক সকলেই

পোষ্যর মালিক চেতন এন ইতিমধ্যে হনুমন্তনগর থানায় মিসিং ডায়েরি করেছেন। কুকুরটিকে খুঁজে দিতে পারলেন মিলবে ১ লক্ষ টাকা, পুরস্কারও ঘোষণা করেছেন হনুমন্ত। 

আরও পড়ুন : জলদস্যুদের হাত থেকে অবশেষে মিলল মুক্তি, রেহাই পেলেন ১৮ জন ভারতীয়

তাঁর প্রিয় পোষ্যটি আলাস্কান মালামুট প্রজাতির বলে জানিয়েছেন চেতন এন।  চেতন তাঁর নিজের তিন বছরের প্রিয় পোষ্যটির নাম রেখেছিলেন 'স্যামসং'।

দেখুন ভিডিও: চন্দ্রযান ২ থেকে শ্রীকৃষ্ণ, ক্রিসমাসের কেক উৎসবে সবাই হাজির সাইবার সিটিতে

স্যামসং-কে খুঁজে দিতে পারলেই মিলবে ১ লক্ষ টাকার নগদ পুরস্কার। সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ করেছেন চেতন। ২ বছর আগে চিন থেকে নিয়ে আসা হয়েছিল স্যামসং-কে। তখন তার বয়স ছিল মাত্র এক বছর। 

PREV
click me!

Recommended Stories

প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, মুম্বই হামলার 'দায়' নিয়ে ছেড়ে ছিলেন মন্ত্রিত্ব
নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক