সংক্ষিপ্ত

 

  • ৩ ডিসেম্বর থেকে অপহৃত ছিল ভারতীয় নাগরিকরা
  • অপহরণ করে জলদস্যুর দল
  • নাইজেরিয়া উপকূলে অপহরণ করা হয়
  • হংকং-এর জাহাজে কাজ করতেন অপহৃতরা
     

গত ৩ ডিসেম্বর নারজেরিয়া উপকূলে অপহরণ করা হয়েছিল ১৮ জন ভারতীয় নাগরিককে। হংরং-এর পতাকা লাগানো একটি বাণিজ্যিক জাহাজে ছিলেন এই ভারতীয়রা। অবশেষে জলদস্যুরা তাঁদের মুক্তি দিয়েছে বলে  নাইজেরিয়ায় ভারতীয় দূতাবাস সূত্রে জানা যাচ্ছে। 

আরও পড়ুন : দেশজুড়ে সিএএ-এনআরসি নিয়ে বিক্ষোভ, সংশয় দূর করতে অ্যানিমেটেড ভিডিও-ই ভরসা গেরুয়া শিবিরের

বনি আইল্যান্ডের কাছে  হংকং-এর পতাকা লাগানো জাহাজটিকে অপহরণ করেছিল একদল জলদস্যু। এই জাহাজের ভিতরেই ছিলেন অপহৃত ভারতীয় নাগরিকরা।

আরও পড়ুন : ৮ কোটির কুকুর চুরি, খুঁজে দিলেই ইনাম মিলবে লাখ টাকা

অপহৃত ভারতীয়দের নাগরিকদের সকলকে মুক্তি দেওয়া হয়েছে বলে  নাইজেরিয়ার নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে।  ভারতীয় নাগরিকদের মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছে  নাইজেরিয়ার ভারতীয় দূতাবাস। 

আরও পড়ুন : দেরিতে বিমান ওড়া নিয়ে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞাকে কড়া ভাষায় জবাব বিরক্ত যাত্রীদের, ভাইরাল হল ভিডিও

অপহৃত ভারতীয় উদ্ধার করতে নাইজেরিয় সরকারের কাছে আবেদন জানিয়েছিল ভারতীয় দূতাবাস। সূত্রের খবর হংকং-এর জাহাজ থেকে অপহৃত ১৯ জনের মধ্যে ১৮ জন-ই ছিলেন ভারতীয়।