Viral Video: পা থেকে চটি খুলে ধুন্ধুমার! দুই মহিলার যুদ্ধে গোটা বাসের যাত্রীদের হয়রানি

Published : Feb 11, 2024, 12:55 PM IST
viral

সংক্ষিপ্ত

দুজনেই পর পর দুটি সিটের জানলার ধারে বসেছিলেন। আচমকাই জুতো দিয়ে বেঁধে গেল ধুন্ধুমার কাণ্ড। 

যাত্রীবাহী যানবাহনের ভেতরে ঘটে যাওয়া অনেক ঘটনাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেগুলির মধ্যে যেমন থাকে, নাচ বা অশ্লীল কর্মকাণ্ড, ঠিক তেমনই থাকে বহু হিংসাত্মক আক্রমণের দৃশ্যও। এমনই একটি কাণ্ড সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

মানুষ যে ঝগড়া করতে করতে মাঝে মাঝে নিজের পারিপার্শ্বিকতা ভুলে যায় এবং নিজের মধ্যেই মগ্ন হয়ে যায়, তার জ্বলন্ত উদাহরণ এই ভাইরাল হওয়া ভিডিও-র দুজন মহিলা যাত্রী। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরু শহরে। 

-

চলন্ত বাসের মধ্যে নিজেদের চটি-জুতো খুলে মারপিট করতে শুরু করে দিলেন দুই মহিলা। তাঁরা দুজনেই পর পর দুটি সিটের জানলার ধারে বসে ওই বাসে ভ্রমণ করছিলেন। একজন জানলা খোলার চেষ্টা করছিলেন, অন্যজন জানলা বন্ধ করে রাখতে চাইছিলেন। এই নিয়ে উভয়ের মধ্যে শুরু হয় ব্যাপক বাকবিতণ্ডা। শীঘ্রই এই পরিস্থিতি নাটকীয় মোড় নেয় এবং মহিলারা একে অপরকে পা থেকে চপ্পল খুলে নিয়ে সেগুলো দিয়ে মারা শুরু করেন। 

 

 

PREV
click me!

Recommended Stories

এবার আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা হবে না, সিদ্ধান্ত উত্তর প্রদেশ সরকারের
প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদী, ১০ মিনিট অপেক্ষা করে একই গাড়িতে সফর পুতিনের