পরিবহণের ক্ষেত্রে বিপ্লব, ভারতে চালু হচ্ছে ফ্লাইং ট্যাক্সি 'শূন্য'

Published : Jan 19, 2025, 06:42 PM ISTUpdated : Jan 19, 2025, 07:05 PM IST
flying taxis

সংক্ষিপ্ত

ভারতে গণ-পরিবহণ ব্যবস্থার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করছে ফ্লাইং ট্যাক্সি। ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ নতুন পরিবহণ ব্যবস্থার বিষয়ে দেশবাসীকে সুখবর দেওয়া হয়েছে।

প্রকাশ্যে এল ভারতের প্রথম ফ্লাইং ট্যাক্সি ‘শূন্য’। রবিবার ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর মঞ্চে এই ফ্লাইং ট্যাক্সি প্রকাশ্যে আনা হল। সরলা অ্যাভিয়েশন সংস্থার পক্ষ থেকে ফ্লাইং ট্যাক্সি প্রকাশ্যে আনা হয়েছে। এই ফ্লাইং ট্যাক্সিতে একসঙ্গে ৬ জন যাত্রী উঠতে পারবেন। সর্বাধিক ৬৮০ কেজি ওজন বহন করতে সক্ষম ‘শূন্য’। সারা বিশ্বে যত ফ্লাইং ট্যাক্সি আছে, তার মধ্যে ভারতের এই সংস্থার তৈরি যানই সবচেয়ে বেশি ওজন বহন করতে সক্ষম। ২০২৩ সালের অক্টোবরে সরলা অ্যাভিয়েশন সংস্থা প্রতিষ্ঠা করেন আড্রিয়ান স্কিমিট, রাকেশ গাঁওকর ও শিবম চৌহান। এই সংস্থা ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্র্যাফট তৈরি করছে। ভারতের প্রথম ফ্লাইং ট্যাক্সি তৈরি করে চমক দিল সরলা অ্যাভিয়েশন।

ভারতে গণ-পরিবহণে বিপ্লব

ভারতের বিভিন্ন শহরে যানজট বাড়ছে। বিশেষ করে পুরনো শহরগুলিতে অপরিকল্পিতভাবে রাস্তা তৈরি হওয়া এবং বর্তমানে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার ফলে যানজট বাড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সুরাহা দিতে পারে মেট্রোরেল। তবে সব শহরে এখনও মেট্রোরেল চালু করা সম্ভব হয়নি। তাছাড়া শহরাঞ্চলে বহু মানুষের হাতেই টাকা বাড়ছে। ফলে অনেকেই বিলাসবহুল গণ-পরিবহণ ব্যবস্থা বেছে নিচ্ছেন। বিমান-হেলিকপ্টারে ভ্রমণের প্রবণতা বাড়ছে। এরই মধ্যে বিপ্লব এনে দিচ্ছে দেশের প্রথম ফ্লাইং ট্যাক্সি। সরলা অ্যাভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৮ সালের মধ্যে বেঙ্গালুরুতে চালু করা হবে ভারতের প্রথম ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি। পরবর্তীকালে মুম্বই, দিল্লি, পুণে-সহ ভারতের অন্যান্য শহরগুলিতেও ফ্লাইং ট্যাক্সি চালু করা হবে।

 

 

স্বল্প দূরত্বের জন্য আদর্শ ফ্লাইং ট্যাক্সি

শহরের মধ্যে ২০-৩০ কিলোমিটার দূরত্বে যাওয়ার জন্য আদর্শ হতে পারে ফ্লাইং ট্যাক্সি। যাঁরা যানজট এড়ানোর জন্য বেশি টাকা খরচ করতে চান, তাঁরা ‘শূন্য’ বেছে নিতে পারেন। এই যানের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। শহরাঞ্চলে যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছনোর জন্য ধনী ব্যক্তিরা ফ্লাইং ট্যাক্সি বেছে নিতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মাঝ আকাশে ভেঙে পড়ে ইলন মাস্কের স্পেসএক্স, দুর্ঘটনা এড়াতে বিমান যাচ্ছে ঘুরপথে

“প্যারিস, আমরা আজ আসছি”, পিআইএ-এর টুইটে ঝড়, বিমান এর নাকের ডগায় আইফেল টাওয়ারে!

আকাশে মৃত্যুর খেলা, বিমান দুর্ঘটনার বছর ২০২৪! ফিরে দেখা ভয়াবহ স্মৃতি

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের