সেপ্টেম্বরেই প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন নরেন্দ্র মোদী! উত্তরাধিকার কে? জানিয়ে দিলেন শিবসেনা নেতা
PM Narendra Modi: মোদীর আরএসএস দফতরে হাজির হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছেন, এক সময়ের বিজেপি জোটসঙ্গী শিবসেনার নেতা সঞ্জয় রাউত। তিনি বলেছেন, মোদী অবসরের পরিকল্পনা করতেই আরএসএস কার্যালয় সফর করেছিলেন।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুর সফর করেছিলেন। ৯ বছর পরে তিনি আরএসএস সদর দফতরে আসেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি শেষবার আরএসএস কার্যালয় এসেছিলেন।
210
মোদীর সফর নিয়ে চর্চা শুরু
নরেন্দ্র মোদীর আরএসএস কার্যালয় সফর নিয়ে জল্পনা তুঙ্গে। সেখানে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে কী কী বিষয় নিয়ে কথা হয়েছে, কেন মোদীর এই সফর- তাই নিয়ে চর্চা শুরু হয়েছে।
310
সঞ্জয় রাউতের বিস্ফোরক দাবি
মোদীর আরএসএস দফতরে হাজির হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছেন, এক সময়ের বিজেপি জোটসঙ্গী শিবসেনার নেতা সঞ্জয় রাউত। তিনি বলেছেন, মোদী অবসরের পরিকল্পনা করতেই আরএসএস কার্যালয় সফর করেছিলেন।
সঞ্জয় রাউত বলেছেন, নিজের অবসর নিয়ে পরিকল্পনা করার জন্যই মোদী আরএসএস কার্যালয় গেছেন। তাঁর ইঙ্গিত সেপ্টেম্বরের মধ্যেই বিদায় নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
510
উত্তরাধিকার বাছাই
সঞ্জয় রাউত আরও বলেন, 'নরেন্দ্র মোদীর বিদায়ের পরেই সংঘের সিদ্ধান্তে তাঁর উত্তরাধিকার বাছাই করা হবে।'
তিনি জোর দিয়েই বলেছেন মহারাষ্ট্র থেকেই বাছাই করা হবে মোদীর উত্তরাধিকার।
610
নেতৃত্বে বদল
সঞ্জয় রাউত আরও বলেন, তিনি বুঝতে পারছেন গোটা সংঘ পরিবার চইছে দেশের নেতৃত্বের বদল ঘটাতে। প্রধানমন্ত্রী পদে মোদীর সময় শেষ বলেও দাবি করেন তিনি।
710
বিজেপি সূত্র
বিজেপি সূত্রের খবর বিজেপির সর্বভারতীয় সভাপতি নিয়ে আলোচনা হয়েছে আরএসএস কার্যালয়। আরএসএস ১০০ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষ্যে একাধিক কর্মসূচি ছিল। তাতেও যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী।
810
পাল্টা আক্রমণ সঞ্জয়কে
সঞ্জয় রাউতের পাল্টা মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বিশ। তিনি বলেন, সঞ্জয় রাউতের কথা পুরোপুরি মিথ্যা। আগামী কয়েক বছর দেশের মসনদে বসবেন নরেন্দ্র মোদী।
910
২০১৪ সালে প্রধানমন্ত্রী
২০২৪ সালে বিপুল ভোটে দিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। দ্বিতীয় মেয়াদে ২০২৪ সালে জয়ী হন তিনি বারাণসী থেকে। যদিও গত লোকসভা নির্বাচনের সময়ও রাহুল গান্ধী বার বার বলেছিলে এই মেয়াদে জয়ী হলেও মোদী পুরো মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। মাঝ পথেই দায়িত্ব ছাড়বেন।
1010
সঞ্জয় রাউত
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানিয়েছেন, তাঁর জেল বন্দি থাকার অভিজ্ঞতা নিয়েই বই লিখেছেন। আগামী ১৫ দিনের মধ্যেই বই প্রকাশ হবে।