অষ্টম বেতন কমিশন নিয়ে আচমকাই বড় আপডেট, চমকে যাবেন সরকারি কর্মীরা

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা আগামী বছর জানুয়ারি থেকে। কিন্তু সূত্র বলছে এবার অষ্টম বেতন কমিশন কার্যকর হতে দেরি হবে।

 

Saborni Mitra | Published : Mar 31, 2025 8:12 PM
110
অষ্টম বেতন কমিশন

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। বেতন বাড়বে এই আশায় দিন কাটছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

210
অষ্টম বেতন কমিশনেপ সুপারিশ

কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে সুপারিশ করেছে। তারপর থেকেই বেতন আর পেনশন কতটা বাড়বে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

310
বেতন কমিশন কার্যকর

অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা আগামী বছর জানুয়ারি থেকে। কিন্তু সূত্র বলছে এবার অষ্টম বেতন কমিশন কার্যকর হতে দেরি হবে।

410
অষ্টম বেতন কমিশনের বড় আপডেট

সম্প্রতি একাধিক প্রতিবেদনে বলা হয়েছে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে দেরি হবে। ২০২৭ থেকে এটি কার্যকর হবে।

510
এক বছর পিছিয়ে

সূত্রের খবর প্রায় এক বছর দেরি হবে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে। কিন্তু নয়া বেতন কাঠামো এক বছর পরেলাগু হলেও বকেয়া ১২ মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে।

610
সুপারিশ প্রস্তুত

নয়া কমিটি ১৫-১৮ মাসের মধ্যে নিজেদের সুপারিশ প্রস্তুত করবে বলে মনে করা হচ্ছে। কমিটির তরফ থেকে চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দেওয়া হতে পারে।

710
পূর্ণাঙ্গ রিপোর্ট

২০২৬ সালের শেষে পূর্ণাঙ্গ রিপোর্ট আসতে পারে বলে খবর। ফলে সব মিলিয়ে নয়া বেতন কাঠামো কার্যকর হতে হতে ২০২৭ সালের প্রথম দিক হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

810
ডিএ বৃদ্ধি

কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) সম্প্রতি ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন। এতদিন তাঁরা ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, তবে এবার থেকে ৫৫% হারে ডিএ পাবেন।

910
অষ্টম বেতন কমিশনের বেতন

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন ৫১ হাজার টাকার বেশি হওয়ার কথা।

1010
সুবিধে অবসরপ্রাপ্তদেরও

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মীদের পাশাপাশি সুবিধে পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos