মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী

Published : Dec 07, 2025, 05:06 PM IST

দূরপাল্লার রেলযাত্রীদের সুখবর। এবার থেকে বিশেষ করে প্রবীণ নাগরিক ও মহিলাদের রেল সফর আরও সুবিধেজনক করে দিল ভারতীয় রেল। তেমনই ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

PREV
16
রেলযাত্রীদের জন্য সুখবর!

দূরপাল্লার রেলযাত্রীদের সুখবর। এবার থেকে বিশেষ করে প্রবীণ নাগরিক ও মহিলাদের রেল সফর আরও সুবিধেজনক করে দিল ভারতীয় রেল। তেমনই ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের ওপর মহিলাদের এবার দূরপাল্লার ট্রেন সফর আরও সুবিধেজনক হতে চলেছে।

26
রেলমন্ত্রীর ঘোষণা

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় ঘোষণা করেছেন, প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের মহিলাদের জন্য লোয়ার বার্থ বরাদ্দ করা হয়েছে। এই ক্ষেত্রে পুরো প্রক্রিয়াই স্বয়ংক্রিয় করা হয়েছে। যাতে প্রবীণ নাগরিক ও ৪৫ এর বেশি বয়সী মহিলারা লোয়ার বার্থেই ট্রেন সফর করতে পারেন।

36
বিশেষ সুবিধে

রেলমন্ত্রী জানিয়েছেন, টিকিট বুকিং-এর সময় যদি কোনও যাত্রী লোয়ার বার্থের বিকল্পটি নির্বাচন না করেন, তবুও বুকিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তাদের বয়স ও লিঙ্গ বিবেচনা করে নিচের সিটই তাদের জন্য বরাদ্দ করবে।

46
উদ্দেশ্য

রেলমন্ত্রী জানিয়েছেন, এই পদক্ষেপটি নেওয়ার মূল উদ্দেশ্যই হল, প্রবীণ ও মহিলা নাগরিকদের ট্রেন সফর আরও নিরাপদ আর আরামদায়ক করা। এতে যাত্রীদের সুবিধে আর স্বাচ্ছন্দ্য দেওয়ার লক্ষ্য হবে ভারতীয় রেলের।

56
সংরক্ষিত কোটা

রেলমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, স্লিপার, ৩ -এসি, ২-এসি কোচে প্রবীণ নাগরিক ও ৪৫-এর বেশি বয়সী মহিলাদের সঙ্গে গর্ভাবতী মহিলাদের জন্য লোয়ার বার্থ সংরক্ষিত করা হয়েছে।

66
কোচের ধরন ও সংরক্ষিত সিটের সংখ্যা

রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী

স্লিপার ক্লাস- ৬-৭টি

৩-এসি- ৪-৫টি

২-এসি- ৩-৪টি

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, রাজধানী, শতাব্দী-সহ সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেনে দিব্যাঙ্গনজনদের জন্য সিট সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories