- Home
- West Bengal
- West Bengal News
- ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে বিস্ফোরক দিলীপ ঘোষ, বললেন, 'কর দম থাকলে'
৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে বিস্ফোরক দিলীপ ঘোষ, বললেন, 'কর দম থাকলে'
আজ ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গীতাপাঠের অনুষ্ঠান থেকেই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। একই সঙ্গে তিনি রাজ্যের শাসকদলকে নিশানা করেন।

ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ
আজ ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গীতাপাঠের অনুষ্ঠান থেকেই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। একই সঙ্গে তিনি রাজ্যের শাসকদলকে নিশানা করেন।
দিলীপ ঘোষ বলেন...
এদিন দিলীপ ঘোষ বলেন, 'পশ্চিমবাংলা বিভাজনের শিকার হয়েছে হিন্দু-মুসলমানের নেতৃত্বে। হিন্দু সমাজ সংগঠিত ছিল না। তাই বিভাজনের বলি হয়েছি আমরা। লক্ষ লক্ষ মানুষ এখনও দাস জীবন যাবন করছে। বাংলাদেশে আমাদের ভাইয়েরা অত্যাচারিত হচ্ছেন। মঠ মন্দির ধ্বংস করে, মা-বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গে সেই ঘটনা না হোক, সেইজন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিয়েছেন সন্তরা। তাঁরা আমাদের আদেশ করেছেন আসুন, লক্ষ লক্ষ সংখ্যায় গীতাপাঠ করে হিন্দুকে সংগঠিত করি। যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়। হিন্দুকে পরাধীন হতে না হয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে। যেখানে দশবার ভগবান জন্মেছেন। ... সেজন্য গীতাপাঠের আয়োজন।'
তৃণমূল প্রসঙ্গে দিলীপ ঘোষ
তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গীতা পাঠের মত অনুষ্ঠান তৃণমূলকে কে করতে বারন করেছে। 'কর দম থাকলে, আমরা করব। রাম মন্দির করেছি। কৃষ্ণ মন্দির করেছি এটাও করব।'
ব্রিগেডে গীতা পাঠের আসর
গীতা পাঠের আসরে দিলীপ ঘোষ ছাড়াও যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। ছিলেন তথাগত রায় ও রাহুল সিনহার মত রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। ছিলেন রাজ্যপাল।
এসেছিলেন সাধুসন্তরা
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধুসন্তরা। উপস্থিত রয়েছেন স্বামী জ্ঞানানন্দ, স্বামী ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী এবং সাধ্বী ঋতম্ভরা। রাজ্যের বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন মঞ্চে। কর্মসূচিতে যোগ দিয়েছেন মতুয়াদের একাংশ।