বছর শেষ দুর্দান্ত খবর! একধাক্কায় DA বাড়ল ৩ শতাংশ, উপকৃত হবেন ৯ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা

Published : Dec 05, 2024, 01:47 PM ISTUpdated : Dec 05, 2024, 07:54 PM IST

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা। ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন ৯ লক্ষ কর্মী ও পেনশনভোগী। জুলাই থেকে নভেম্বরের বকেয়া ডিএ ডিসেম্বরের বেতনের সাথে প্রদান করা হবে।

PREV
115

অবশেষে মিলল খুশির খবর। শীঘ্রই উপকৃত হবেন ৯ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশন ভোগীরা।

215

বছর শেষ মিলল বড় খবর। দীর্ঘজল্পনার অবসান ঘটিয়ে সামনে এল DA বৃদ্ধির খবর। এবার ডিএ বাড়ল ৩ শতাংশ।

315

মূল বেতনের ৩ শতাংশ হারে বাড়ল বেতন। রাজ্য সরকারি ও পঞ্চায়েত কর্মচারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা সাহায্যপ্রাপ্ত বেসরকারি স্কুলের কর্মীরাও এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন।

415

দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বাড়বে তা নিয়ে চলছে জল্পনা। মমতা সরকারের পক্ষ থেকে এই বিষয় সঠিক জানানো হয়নি।

515

২০২৫ সালে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়বে তা নিশ্চিত। কিন্তু ঠিক কত শতাংশ বাড়বে তা এখনও জানা যায়নি।

615

এবার প্রকাশ্যে এল গুজরাটের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির খবর। ৩ শতাংশ ডিএ বাড়বে তাদের।

715

৫০ থেকে ৩ শতাংশ বাড়িয়ে ৫৩ শতাংশ হারে ডিএ বাড়বে গুজরাট স্টেট সার্ভিসেস রুলস, ২৯১৬-র অধীনে জারি করে সে রাজ্যের অর্থ বিভাগ।

815

প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই থেকে নভেম্বরের বর্ধিতহারে বকেয়া এডি ডিসেম্বরের বেতন এবং ২০২৫ সালের জানুয়ারি মাসের পেনশনের সঙ্গে দেওয়া হবে।

915

শীঘ্রই উপকৃত হতে চলেছেন ৯ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশন ভোগীরা।

1015

এই ডিএ প্রসঙ্গে ডেজোলিউশনে বিশেষ উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ৫০ থেকে ৩ শতাংশ বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছে।

1115

২০২৪ সালের ১ জুলাই থেকে তা কার্যকর করার বিষয়টি সরকারের বিবেচনাধীন ছিল।

1215

যা বিবেচনা করার পরে, ডিএ হল মূল বেতনের ৫ ৩ শতাংশ।

1315

এদিকে সদ্য জম্মু ও কাশ্মীর পরিবহণ নিগমের কর্মীর ডিএ-র কথা সদ্য এল প্রকাশ্যে।

1415

তাদের ডিএ বাড়বে ২০ শতাংশ হারে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও ডিএ ঘোষণা হয়ে গিয়েছে।

1515

এখন অপেক্ষায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। এখন দেখার তাদের কত ডিএ বাড়বে।

click me!

Recommended Stories