Nitish Kumar: আমলার পায়ে ধরতে গেলেন নীতীশ কুমার! কেন এমন কাণ্ড বিহারের মুখ্যমন্ত্রীর? দেখুন ভিডিও

Published : Jul 10, 2024, 10:18 PM ISTUpdated : Jul 10, 2024, 10:27 PM IST
nitish kumar

সংক্ষিপ্ত

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রায়ই নানা কাণ্ড ঘটিয়ে থাকেন। তবে তিনি এবার যে কাণ্ড ঘটিয়ে বসলেন, সেরকম ঘটনা খুব বেশি দেখা যায়নি।

আমলারাই সাধারণত মন্ত্রীদের দাপটে নতজানু হয়ে থাকেন। কিন্তু এবার প্রকাশ্যে এক আমলার পায়ে ধরতে গেলেন খোদ মুখ্যমন্ত্রী! শুনে অবাক লাগলেও, বিহারে ঠিক এমনটাই ঘটেছে। সরকারি অনুষ্ঠানে এক আমলার দিকে এগিয়ে গিয়ে তাঁর পায়ে হাত দিতে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। নীতীশের এই কাণ্ডে শুধু বিহারই নয়, সারা দেশের রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আমলার পায়ে ধরতে যাওয়ায় নীতীশকে কটাক্ষ করেছেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাঁর দাবি, অন্য কোনও মুখ্যমন্ত্রী এত অসহায় ও ক্ষমতাহীন অবস্থায় নেই।

কেন আমলার পায়ে ধরতে গেলেন নীতীশ?

বিহারের রাজধানী পাটনায় এক সরকারি অনুষ্ঠানে সড়ক প্রকল্প বাস্তবায়িত না হওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করে আমলার উদ্দেশ্যে নীতীশ বলেন, 'কঙ্গন ঘাট পর্যন্ত জে পি গঙ্গা পথের কাজ সম্পূর্ণ করুন। আপনার পায়ে ধরলে যদি কাজ হয়, তাহলে আমি সেটাই করছি।' প্রথম হাতজোড় করলেও, তারপর আসন থেকে উঠে দাঁড়িয়ে আমলার দিকে এগিয়ে যান নীতীশ। তাঁকে এগিয়ে যেতে দেখে ঘাবড়ে যান ওই আমলা। তিনি বলেন, 'স্যার, দয়া করে এরকম করবেন না।' পাটনায় যানজট কমানোর লক্ষ্যে এই সড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছে। কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। নীতীশের প্রশ্নের জবাবে ওই আমলা জানান, ২০২৬ সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তখনই ক্ষোভপ্রকাশ করে তাঁর পায়ে ধরতে যান বিহারের মুখ্যমন্ত্রী।

 

 

নীতীশের নির্দেশ মানছেন না আমলারা?

গত সপ্তাহেই জমি সংক্রান্ত বিবাদ মেটানোর উদ্যোগ নেওয়ার জন্য অন্য এক আমলার পায়ে ধরতে গিয়েছিলেন নীতীশ। ফের একই কাণ্ড ঘটালেন বিহারের মুখ্যমন্ত্রী। এই ঘটনায় প্রশাসনের উপর তাঁর নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Nitish Kumar: ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন নীতীশ কুমার, জেডিইউ নেতার দাবিতে জল্পনা

বাহুবলী আনন্দ মোহনের মুক্তির মামলা পাটনা হাইকোর্টে, ওয়েসিসহ বিরোধীদের কটাক্ষের মুখে নীতীশ কুমার!

Nitish Kumar: 'হাতটা দেখি,' মোদীকে কী বললেন নীতীশ? ভাইরাল ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!