এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হলেন, দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার

Published : Nov 19, 2025, 05:15 PM ISTUpdated : Nov 19, 2025, 05:36 PM IST
bihar election result 2025 nda crosses 200 nitish kumar big lead

সংক্ষিপ্ত

Nitish Kumar: রেকর্ড দশমবার বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নীতীশ কুমার। তাঁকে এনডিএ-র (NDA) নেতা নির্বাচিত করা হয়েছে। এনডিএ জয় পাওয়ার পর নীতীশেরই ফের বিহারের মুখ্যমন্ত্রী হওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। সেটাই হতে চলেছে।

DID YOU KNOW ?
বিহারে নীতীশের রেকর্ড
সবচেয়ে বেশিবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রণ করতে চলেছেন নীতীশ কুমার। তিনি রেকর্ড গড়তে চলেছেন।

Bihar Government Formation: এনডিএ পরিষদীয় দলের (NDA's legislation team) নেতা নির্বাচিত হওয়ার পর নতুন করে সরকার গঠনের দাবি জানিয়ে রাজভবনে (Raj Bhavan) পৌঁছে গেলেন নীতীশ কুমার (Nitish Kumar)। তিনি দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন। বুধবার এনডিএ পরিষদীয় দলের বৈঠক ছিল। সেই বৈঠকে প্রত্যাশিতভাবেই সর্বসম্মতিক্রমে নীতীশকে নেতা হিসেবে বেছে নেওয়া হয়। এরপরেই রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানান নীতীশ। বিজেপি-র (BJP) দুই বিধায়ক সম্রাট চৌধুরী (Samrat Chowdhury) ও বিজয় সিনহা (Vijay Sinha) বিহারের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বলে জানা গিয়েছে। মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম এখনও জানা যায়নি। এনডিএ-র শরিক দলগুলির মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। বুধবারই মন্ত্রিসভা চূড়ান্ত হয়ে যেতে পারে।

এনডিএ-র বৈঠকে চিরাগ পাসোয়ান

বিহারে এবারের বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Elections 2025) চমকপ্রদ ফল করেছে লোক জনশক্তি পার্টি (রামবিলাস) (Lok Janshakti Party (Ram Vilas))। ফলে মন্ত্রিসভায় এই দলের বেশ কয়েকজন বিধায়ক জায়গা পেতে পারেন বলে জল্পনা চলেছে। বুধবার এনডিএ পরিষদীয় দলের বৈঠকে যোগ দেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর প্রধান চিরাগ পাসোয়ান (Chirag Paswan)। তিনি নীতীশকে এনডিএ পরিষদীয় দলের নেতা হিসেবে সমর্থন করেন।

রাজভবন থেকে নিজের বাসভবনে ফিরলেন নীতীশ

রাজভবনে গিয়ে প্রথা অনুযায়ী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নীতীশ। এরপর তিনি নিজের বাসভবনে ফিরে গিয়েছেন। রাজভবনে তাঁর সঙ্গে গিয়েছিলেন এনডিএ-র শরিক দলগুলির নেতারা। সব দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশকে সমর্থনের কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। নীতীশের প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। এনডিএ পরিষদীয় দলের বৈঠকে তিনি বলেছেন, বিহারের সাধারণ মানুষের স্বপ্নপূরণ করবে এনডিএ। মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপর ভরসা রাখার জন্য বিহারের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন ধর্মেন্দ্র। তিনি আরও বলেছেন, বিহারের উন্নয়নের জন্য দায়বদ্ধ প্রধানমন্ত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার।
এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নীতীশ কুমার।
Read more Articles on
click me!

Recommended Stories

রইল আপনার শহরের আজকের ডিজেল ও পেট্রোলের দাম
LIVE NEWS UPDATE: Gold Price - বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট