Bihar Assembly Elections 2025: বিহারে এবারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা ধরে রেখেছে এনডিএ (NDA)। এই জয়ের জন্য নীতীশ কুমারের (Nitish Kumar) প্রশংসা করেছেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)।

DID YOU
KNOW
?
দলের বিপরীত মত শত্রুঘ্নর!
বারবার তৃণমূল কংগ্রসকে অস্বস্তিতে ফেলছেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি ফের দলের মতের বিপরীত মন্তব্য করেছেন।

Bihar Election Results 2025: কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন। সেই ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) বিহার বিধানসভা নির্বাচনের ফল নিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) উল্টো মত প্রকাশ করলেন। আসানসোলের তৃণমূল কংগ্রেস সাংসদ 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘বিহারের মানুষকে অভিনন্দন। তাঁদের যে সরকার প্রাপ্য, সেই সরকারই পেয়েছেন। তাঁরা নীতীশ কুমারকে (Nitish Kumar) ভোট দিয়েছেন। সবচেয়ে প্রশংসিত, ভদ্র রাজনীতিবিদ নীতীশ কুমার বিহারে সবচেয়ে বেশিদিন ধরে মুখ্যমন্ত্রী পদে আছেন। তিনি নির্ভরযোগ্য, পরীক্ষিত ও সফল মুখ্যমন্ত্রী। তিনি মনে হচ্ছে মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। তাঁর সঙ্গে যে ব্যক্তি ও দল আছে, তাদের সবাইকে কুর্ণিশ। সবাইকে ঈশ্বর আশীর্বাদ করুন। সবাইকে অভিনন্দন। জয় বিহার! জয় হিন্দ!’

দলের বিপরীত মত শত্রুঘ্নর

বিহারে জয় পাওয়ার পরেই আগামী বছর বাংলা দখল করার হুঙ্কার ছেড়েছে বিজেপি (BJP)। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বাংলায় আগামী বছরের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। পাল্টা বিজেপি-কে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বাংলার শাসক দলের সাংসদই বিহারের মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন। এমনকী, নীতীশের সঙ্গে থাকা সবাইকে অভিনন্দন জানালেন শত্রুঘ্ন। এর অর্থ, তিনি বিজেপি-কেও অভিনন্দন জানিয়েছেন। তৃণমূল সাংসদের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Scroll to load tweet…

দলনেত্রীকে দেখিয়েই নীতীশের প্রশংসায় শত্রুঘ্ন

শত্রুঘ্ন 'এক্স' হ্যান্ডলে নীতীশের প্রশংসা করে যে পোস্ট করেছেন, সেখানে মমতা, তৃণমূল কংগ্রেসের 'এক্স' হ্যান্ডলকে ট্যাগ করেছেন। এর অর্থ, তিনি যা করছেন দলনেত্রী ও দলকে জানিয়েই করছেন। তিনি বিভিন্ন সময়ে নীতীশের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন। বিজেপি-র জোট শরিক নীতীশের প্রশংসা করে দলকে বিড়ম্বনার মুখে ফেলে দিয়েছেন শত্রুঘ্ন। তিনি এনডিএ-র জয়কে বিহারের মানুষের জয় বলে উল্লেখ করেছেন। এতে অস্বস্তিতে বাংলার শাসক দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।