বোম মেরে মুম্বই শহর উড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশের জালে বিহারের বাসিন্দা

Published : Sep 06, 2025, 12:05 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Mumbai Crime News: বোমা বিস্ফোরণে মুম্বইকে উড়িয়ে দেওয়ার ছক! পুলিশের জালে বিহারের বাসিন্দা। কী কারণে এই হুমকি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Mumbai Crime News: ৪০০ কেজি আরডিএক্স বোম দিয়ে মুম্বই শহর উড়িয়ে দেওয়ার হুমকি। পুলিশের জালে অভিযুক্ত ব্যক্তি। শনিবার সকালে নয়ডা এলাকা থেকে বছর পঞ্চাশের ওই ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বই অপরাধ দমন শাখার পুলিশ। ধৃতের নাম অশ্বিন কুমার সুপ্রা। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি আদতে বিহারে। সে যে মোবাইল ফোনটি ব্যবহার করে হুমকি দিয়েছিল সেটি ও সিমকার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবারই তাকে নয়ডা থেকে মুম্বই নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মুম্বইতে ফের জঙ্গি হামলার আশঙ্কা। কড়া সতর্কতা জারি করা হয় বাণিজ্য নগরিতে। গণেশ বিসর্জনের সময়ই বিস্ফোরণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মুম্বইয়ের কন্ট্রোল রুমে তেমনই হুমকি ফোন পেয়েছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। অনন্ত চতুর্দশীতে হামলার পরিকল্পনা করা হয়েছে বলেও হুমকি দেওয়া হয়েছে। তেমনই দাবি করছে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন।

সূত্রের খবর, হুমকি দিয়েছে লস্কর-ই-জিহাদি। মুম্বই পুলিশ সূত্রের খবর, মুম্বই ট্রাফিক পুলিশ তাদের অফিসিয়াল হোয়াটঅ্যাপ নম্বরে মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে। সেই হুমকি মেসেজে দাবি করা হয়েছে শহর জুড়ে ৩৪টি গাড়িতে ৩৪টি মানব বোমা রাখা হবে। এই বিস্ফোরণে পুরো মুম্বই শহরকেই কাঁপিয়ে দেওয়া হবে।

মুম্বই পুলিশ সূত্রের খবর লস্কর-ই-জিহাদি নামের একটি সংগঠন এই দাবি করেছে। সংগঠনের তরফে পাঠান মেসেজে বলা হয়েছে ১৪ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী ভারতে প্রবেশ করেছে। তাদের সংঙ্গে ৪০০ কেজি আরডিএক্স রয়েছে বলেও দাবি করা হয়েছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
রাহুলে বিরক্ত মোদী! খাড়্গেকে টপকে শশী থারুরকে আমন্ত্রণ, রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে মোদী-পুতিন