পটনা স্টেশনে যৌন সঙ্গমের ভিডিও দেখানোর পর ভাগলপুর স্টেশনে অশ্লীল গালাগালির বার্তা, বিহার জুড়ে ছিছিক্কার

বিহার রাজ্যে এ কি হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় এমনই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। 

পটনার পর ভাগলপুর। বিহার রাজ্য জুড়ে ছিছিক্কারের বন্যা। একের পর এক জনবহুল রেল স্টেশনে যেভাবে প্রকাশ্যে ‘নিষিদ্ধ’ বার্তার প্রচার হয়ে যাচ্ছে, তাতে ঢাক ঢাক গুড় গুড় হয়ে পড়ছে আপামর ভারতীয় জনগণের মধ্যে।

এর আগে চলতি বছরেই মার্চ মাসের ১৯ তারিখে বিহারের পটনা স্টেশনে ছুটির সকালে রমরমিয়ে চলেছিল পর্ন ভিডিও। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকা স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মের সমস্ত বিজ্ঞাপনদায়ী টিভি স্ক্রিনে সশব্দে চলতে থাকে যৌন সঙ্গমের দৃশ্য। ১০ নম্বর প্ল্যাটফর্মে সেই সময় উপস্থিত ছিলেন সমস্ত বয়সের মানুষজন। সকলের সামনেই স্টেশনের টিভিতে এমন দৃশ্য চালু হয়ে যাওয়ায় তীব্র অস্বস্তিতে পড়ে যান অধিকাংশ যাত্রী। তাড়াতাড়ি গিয়ে যাত্রীরাই বিষয়টি জানান জিআরপি এবং আরপিএফের আধিকারিকদের কাছে। অভিযোগ ওঠে যে, পর্ন ভিডিও চলতে থাকার খবর পেয়েও কিছুতেই সেই ভিডিয়ো বন্ধ করতে পারছিলেন না জিআরপি আধিকারিকরা। ফলে, দীর্ঘক্ষণ ধরে চলতেই থাকে চমকপ্রদ ঘটনা।

Latest Videos

এই একই ধরনের বিব্রতকর পরিস্থিতি আবার তৈরি হল বিহার রাজ্যেরই আরও এক গুরুত্বপূর্ণ স্টেশনে। এখানকার ভাগলপুর জেলার রেল স্টেশনের আম্বেদকর চক সংলগ্ন জায়গায় যাত্রী বা জনসাধারণের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার জন্য রয়েছে একটি LED স্ক্রিন। সেই স্ক্রিনেই মঙ্গলবার ফুটে উঠল অশ্লীল বার্তা। প্রায় ১০ মিনিট ধরে একই স্ক্রিনে চলতেই থাকল সেই অশ্লীল মেসেজটি। স্টেশনের ওই স্থানে ওই বার্তা দেখার জন্য জমায়েত হয়ে যান প্রচুর মানুষ। অনেকে মোবাইল ফোন বের করে ঘটনার ভিডিও-ও করতে থাকেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন ভাগলপুর জেলা প্রশাসনের আধিকারিকরা। তাঁরা অতি দ্রুত ওই স্ক্রিনটিকে বন্ধ করেন এবং ডিসপ্লে বোর্ডটি সেখান থেকে সরিয়ে দিয়ে কাজ সারেন।

এই ধরনের বোর্ডে দেখানো মেসেজের দায়িত্বে রয়েছে জীবন জাগৃতি সোসাইটি নামের একটি সংস্থা। এই ঘটনার পর ওই সংস্থার সভাপতি অজয় ​​কুমার দাবি করেছেন যে, কিছু লোক ওই স্ক্রিনটি হ্যাক করার ফলে তাতে এরূপ অশ্লীল বার্তা দেখানো হয়েছে। ঘটনার পর কোতোয়ালি থানার এসএইচও জওহর প্রসাদ যাদব বলেছেন, “জীবন জাগৃতি সোসাইটির সভাপতি ডা: অজয় ​​কুমারের আবেদনের ভিত্তিতে আমরা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছি। এটি অন্য জায়গা থেকে হ্যাক করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।”

 

 

আরও পড়ুন-

সবাই ভেবেছিল তিনি মৃত, অক্সিজেন ছাড়াই অন্নপূর্ণা জয় করে ফিরলেন ২৭ বছরের বলজিৎ
প্রচণ্ড গরমের মধ্যেই চলবে বৈশাখের প্রথম সপ্তাহ, সপ্তাহান্তে আশার বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর

খোলামেলা পোশাক পরেছেন বলে খুন করে দেওয়া হবে উরফি জাভেদকে?

Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari