সম্প্রতি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনকী তিনি বাজেটে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও প্রশ্ন তোলেন। বেকারত্বের ইস্যু নিয়ে কেন্দ্রকে লাগাতার তোপ দাগেন।
হাতে বাকি আর হাতেগোনা কয়েকদিন। এদিকে বিধানসভা ভোটের পারদ যতই চড়ছে যোগী গড়ে ততই বাড়ছে বাকযুদ্ধের পরিমাণ। এদিকে উত্তরপ্রদেশের নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই প্রার্থী তালিকায় প্রকাশ করতে শুরু করে দিয়েছে শাসক-বিরোধী প্রতিটা দলই। কিন্তু তারমধ্যেও জমে উঠেছে রাজনৈতিক তরজা। এরমধ্যে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress leader Rahul Gandhi) বুধবার লোকসভায় কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Prime Minister Narendra Modi) তীব্র আক্রমণ করেন। এমনকী তিনি বাজেটে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও প্রশ্ন তোলেন। বেকারত্বের ইস্যু নিয়ে কেন্দ্রকে লাগাতার তোপ দাগেন। একই সঙ্গে রাহুল গান্ধীর এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতারাও। এদিকে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোটের মুখে মুখে রাহুলের এই আক্রমণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এদিকে রাহুলের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, "রাহুল গান্ধী লোকসভায় বলেছিলেন যে প্রজাতন্ত্র দিবসে বিদেশী অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে না। যারা ভারতে থাকেন তারা জানেন যে আমরা করোনা মহামারীর তরঙ্গের মধ্যে আছি। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মধ্য এশিয়ার পাঁচটি দেশের রাষ্ট্রপতিদের। তারা ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়েছিলেন।" এই প্রসঙ্গে জয়শঙ্করের প্রশ্ন রাহুল গান্ধী কি এটাও মিস করেছেন?
আরও পড়ুন- উত্তরপ্রদেশেও লড়বে তৃণমূল, কোন ভোটে প্রার্থী দেবে ঘাসফুল শিবির, জানালেন মমতা
আরও পড়ুন- বড়সড় শিশু পাচার চক্রের হদিশ হাবড়ায়, গ্রেফতার ৪
অন্যদিকে রাহুল গান্ধী লোকসভায় অভিযোগ করেছিলেন যে এই সরকার পাকিস্তান ও চীনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। যা নিয়েও তোপ দাগেন বিজেপি সরকারের নেতা-মন্ত্রীরা। রাহুলকে মস্তিষ্কহীন নেতা বলে কটাক্ষ করেছেনসংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তীব্র কটাক্ষবান শানিয়ে তিনি বলেন, "গান্ধী পরিবারের কারণে তিনি কংগ্রেস নেতা হিসেবে কথা বলার সুযোগ পাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদী জনগণের মন জয় করেছেন এবং তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন নেতা। রাহুল গান্ধী আদপে একজন বিভ্রান্তকর , বিবেকহীন, মস্তিষ্কহীন নেতা। এমনকী চিন-তিব্বতের সমস্যা শুধুমাত্র কংগ্রেসের কারণে তৈরি হয়েছে বলেও তোপ দাগেন পদ্ম নেতারা। একইসঙ্গে তোপ দাগেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও।
আরও পড়ুন- শাসক হোক বা বিরোধী, বড় অংশের প্রার্থীদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ