চলতি মাসে বিজেপির দুই দিনের শীর্ষ বৈঠক, মেয়াদ বাড়তে পারে জেপি নাড্ডার

Published : Jan 03, 2023, 05:47 PM ISTUpdated : Feb 03, 2023, 07:44 PM IST
modi amit shah

সংক্ষিপ্ত

চলতি বছর দেশের ১০টি রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেটাকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হিসেবে দেখছে পদ্ম শিবির। সংশ্লিষ্ট রাজ্যগুলির বিধানসভা নির্বাচন নিয়েও এই বৈঠকে রণকৌশল হতে পারে বলে সূত্রের খবর। 

চলতি মাসেই বিজেপির কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ১৬-১৭ জানুয়ারি দুই দিনের জন্য দিল্লিতে হবে এই বৈঠক। সূত্রের খবর বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডার মেয়াদ বাড়ান হতে পারে এই বৈঠকে। যার অর্থৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত জেপি নাড্ডারেই পদ্ম শিবিরের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রেখে দেওয়া হবে।

বিজেপি সূত্রের খবর, চলতি বছর দেশের ১০টি রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেটাকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হিসেবে দেখছে পদ্ম শিবির। সংশ্লিষ্ট রাজ্যগুলির বিধানসভা নির্বাচন নিয়েও এই বৈঠকে রণকৌশল হতে পারে বলে সূত্রের খবর।

জানুয়ারি মাসেই বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে শেষ হচ্ছে জেপি নাড্ডার তিন বছরের মেয়াদ। তার আগেই এই তাঁকেই দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে রেখে দিতে চাইছে পদ্মশিবির। চলতি বছর বিধানসভা নির্বাচন আর আগামী বছর লোকসভা নির্বাচন- সেক্ষেত্রে দলের রণকৌশল ও সাংগঠনিক দায়িত্ব জিপি নাড্ডার হাতেই রেখে দিতে পারে নরেন্দ্র মোদী ও অমিত শাহ।

বিজেপি সূত্রের খবর জি -২০ তে সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছে ভারত। এই আন্তর্জাতিক সভা সফল করতে বদ্ধপরিকত প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই বৈঠকের সাফল্য তুলে ধরতে চায় বিজেপি। আর সেই কারণে দলের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর প্রশংসা ও তার রোডম্যাপ প্রস্তুত করা হবে। যার সামনের সারিতে থাকবে দলীয় ক্যাডাররা।

তবে এবার বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। সূত্রের খবর ২০২৪ সালে এপ্রিল -মে মাসে লোকসভা ভোট হতে পারে- এই কথা মাথায় রেখেই এগিয়ে যাচ্ছে বিজেপি। তার জন্য এখন থেকেই দলীয় স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। তবে লোকসভা ভোটের পরে দলের অভ্যন্তরীন ভোটের প্রক্রিয়া শুরু হতে পারে। সংসদ নির্বাচনের পরেই বিজেপির সাংগঠনিক নির্বাচন শুরু হবে।

জেপি নাড্ডা একজন অভিজ্ঞ সংগঠক। সংসদীয় রাজনীতিতেই তিনি স্বাচ্ছন্দ। পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আরএসএস-এর নেতৃত্বের আস্থা রয়েছে তাঁর ওপর। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ভরসা করেন। দলের অনেকেই মনে করেন নাড্ডা সাংগঠনিক গতি আর গতিশীলতা বজায় রেখেছেন যা তাঁর পূর্বসূরি অমিত শাহের আমলে হয়েছে।

আরও পড়ুনঃ

Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর বৃষ্টির NIA তদন্তের দাবি শুভেন্দুর, টানলেন 'জয় শ্রীরাম' প্রসঙ্গ

দিল্লির কানঝাওয়ালার মহিলার কি যৌন হেনস্থা হয়েছিল? সামনে এল অটোপসি রিপোর্ট

কোভিড নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন চিনে, তথ্যের অভাব আর নতুন স্ট্রেইন ভাবাচ্ছে বিশ্বকে

PREV
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়