সংক্ষিপ্ত

দিলির কানঝাওয়ালার মহিলাকে যৌন হেনস্থা করা হয়েছিল। তেমনই দাবি ছিল মৃতার মায়ের। কিন্তু অটোপসি রিপোর্টে বলছে অন্য কথা।

দিল্লির কানঝাওলায়ায় মহিলাকে গাড়িতে ধাক্কা মেরে ১২ কিলোমিটার টেনে হিঁচড়ে নয়ে যাওয়ার ঘটনায় মৃতার অটোপসি রিপোর্ট সামনে এল। অনেকেই মনে করেছিলেন মহিলাকে যৌন হেনস্থা করা হয়েছে। কিন্তু সূত্রের খবর মহিলার অটোপসি রিপোর্ট যৌন হেনস্থার কোনও চিহ্ন পাওয়া যায়নি। সূত্রের খবর মহিলার গোপানাঙ্গে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ সূত্রের খবর, মহিলার স্কুটিতে প্রথমে ধাক্কা মারে গাড়িটি। তারপর সেই অবস্থাতেই গাড়িতে প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। তাতেই মৃত্য হয় মহিলার।

দিল্লির নিহত মহিলা অঞ্জলি সিং এর মা মনে করেছিলেন কেবল একটি গাড়ি তার মেয়ের স্কুটারে ধাক্কা মারে তারপর সেটিকে টেনে হিঁচড়ে ১৩ কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছে- এটাই শুধু ঘটেনি। তিনিও সন্দেহ করেছিলেন তাঁর মেয়েকে যৌন হেনস্থার মুখোমুখি হতে হয়েছে।

সূত্রের খবর অঞ্জলি সিং-এর ময়নাতদন্তের রিপোর্ট এদিন দিল্লি পুলিশের হাতে জমা দিয়েছে মাওলানা আজাদ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। তবে আরও বেশ কিছু পরীক্ষা বাকি রয়েছে। আর সেই কারণ সোয়াবের নমুনা সংরক্ষণ করেছেন। পাশাপাশি মহিলার পরনের জিন্সের নমুনাও তারা রেখে দিয়েছেন।

অন্যদিকে গাড়িতে থাকা ৫ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগের পাশাপাশি বেপওয়া গাড়ি চালান আর অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার মূল সাক্ষী হিসেবে একজনকে খুঁজে পেয়েছে পুলিশ। সেই সাক্ষীর দাবি তিনি দেখেছিলেন, ২০ বছর বয়সী অঞ্জলি সিং-র স্কুটারে মারুতি ব্যালেনো গাড়িটি ধাক্কা মারে। সেই সময় অঞ্জলির বন্ধু তার সঙ্গে ছিলেন। তবে ঘটনার পরই অঞ্জলির বিপদের মধ্যে ফেলে তার বন্ধু পালিয়ে যায়। তবে অঞ্জলির পা গাড়ির অ্যাক্সলে আটকে যায়। তারপরই গাড়িটি ওই অবস্থায় অঞ্জলি টেনে হিঁচড়ে নিয়ে যায়। সেই নিধি বর্তমানে একজন প্রত্যক্ষদর্শী বা মূল সাক্ষী হিসেবে সামনে এসেছেন।

বর্ষবরণের রাতে এই মারাত্মক ঘটনা ঘটে। ইতিমধ্যেই যার রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পুলিশ সূত্রের খবর,রাতের বর্ষ বরণের পার্টির পর পয়লা জানুয়ারি রাত ১টা ৪৫ মিনিটে একটি হোটেল থেকে অঞ্জলি আর বন্ধু বেরিয়েছিল। গোটা ঘটনা পুলিশের সামনে সিসিটিভি ফুটেজের মাধ্যমে পরিষ্কার করছে। সুলতানপুরী থেকে দুর্ঘটনাস্থল খুব একটা দূরে নয় বলেও পুলিশ সূত্রের খবর।

অন্যদিকে গাড়িতে থাকা অভিযুক্তরা জানিয়েছিল তারা মদ্যপ অবস্থায় ছিল । আর সেই কারণে স্কুটারটিতে ধাক্কা দেওয়ার পর তারা আতঙ্কিত হয়ে যায়। তারপর তারা দ্রুত সেই স্থান থেকে চলে যায়। তারা অজান্তেই এক মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে অনেকটা দূরে চলে যায়।

আরও পড়ুনঃ

দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? দিল্লির কানঝাওয়ালার ঘটনায় অভিযুক্তদের ৩ দিনের রিমান্ডে পাঠাল আদালত

মঙ্গলে যোগী রাজ্যে রাহুলের ভারত জোড়ো যাত্রা , মোদী উদ্বোধন করবেন সায়েন্স কংগ্রেসের বৈঠক- সঙ্গে আরও সেরা ৮ খরব

দাড়ি আর টি-শার্ট বিতর্ক সঙ্গে নিয়েই উত্তর প্রদেশে যাবেন রাহুল, মঙ্গলবার ফের ভারত জোড়ো যাত্রা শুরু