সোশ্যাল মিডিয়ায় প্রফাইল পিকচার বদলে বিজেপির কটাক্ষের মুখে কংগ্রেস নেতারা। সম্প্রতি কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়ার প্রফাইল পিকচারের জায়গায় জাতীয় পতাকা হাতে জহরলাল নেহেরুর ছবি রাখার ঘটনা প্রসঙ্গে কটাক্ষ করে বিজেপি বলে রাহুল গান্ধীর তাঁর পরিবারের বাইরে বেরিয়ে দলের সদস্যদের তেরঙ্গার সঙ্গে নিজেদের ছবি দেওয়ার জন্য উদবুদ্ধ করা উচিত।
সোশ্যাল মিডিয়ায় প্রফাইল পিকচার বদলে বিজেপির কটাক্ষের মুখে কংগ্রেস নেতারা। সম্প্রতি কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়ার প্রফাইল পিকচারের জায়গায় জাতীয় পতাকা হাতে জহরলাল নেহেরুর ছবি রাখার ঘটনা প্রসঙ্গে কটাক্ষ করে বিজেপি বলে রাহুল গান্ধীর তাঁর পরিবারের বাইরে বেরিয়ে দলের সদস্যদের তেরঙ্গার সঙ্গে নিজেদের ছবি দেওয়ার জন্য উদবুদ্ধ করা উচিত।
সাংবাদিক বৈঠকে এবিষয় বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রকে প্রশ্ন করা হলে তিনি জানান, “এতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। তাঁরা তাঁদের নেতা তথা দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ছবি প্রোফাইল পিকচারে ব্যবহার করেছে। সবক্ষেত্রে পরিবারতান্ত্রিক রাজনীতিকে টেনে আনার কোন ও মানে হয়না। অন্তত তাঁরা তেরঙ্গার ছবি রেখেছে এটাই বড় কথা। এই ত্রিবর্ণ পতাকা ১৩৫ কোটি দরিদ্র ভারতবাসীর।”
পাশাপাশি তিনি এও বলেন, “জাতীয় পতাকা হাতে ছবি পোস্ট করার অধিকার সবার আছে। রাহুল গান্ধী একটি রাজনৈতিক পরিবার থেকে আসছেন তাই তিনি যদি নিজের দলের সদস্যদের নিয়ে তেরঙ্গা হাতে নিজেদের ছবি পোস্ট করতে আহ্বান জানান তা আরও ভালো হয়।”
তিনি আরও বলেন, “একজন সাধারণ মানুষ যখন ত্রিবর্ণ পতাকা হাতে নেয় তখন সেটা হয় জাতির গর্ব ও দেশের সম্মান।”
আরও পড়ুন - কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারকাণ্ডে এবার সিআইডি’র জালে কলকাতার ব্যবসায়ী
২ অগাস্ট প্রধানমন্ত্রী স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির আওতায় সমগ্র দেশবাসীকে সোশ্যাল মিডিয়ার প্রফাইল পিকচারের জায়গায় তেরঙ্গার ছবি রাখার আহ্বান জানান। এরপরই কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়ার প্রফাইল পিকচার বদলে ত্রিবর্ণ জাতীয় পতাকা হাতে জহরলাল নেহেরুর ছবি রাখে। এই ঘটনার তীব্র সমালচনা করে গেরুয়া শিবির। যদিও বিজেপি মুখোপাত্র সম্বিত পাত্র বলেন, “হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যোগ দিতে গোটা দেশকে আহ্বান জানিয়েছেন তাই এই কর্মসূচি রাজনীতির বাইরে। কংগ্রেস ও অন্যান্য দলগুলিকেও তাঁদের মতো করে এই কর্মসূচিতে যোগদান করতে অনুরোধ করছি।”
আরও পড়ুন - ঘরে ঘরে উড়বে তেরঙ্গা, মোদী সরকারের উদ্যোগে ন্যায্যমূল্যে মিলছে জাতীয় পতাকা
এদিন তিনি দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি উপলক্ষে দ্রৌপদী মূর্মূর কথাও উল্লেখখ করেন।
এছাড়াও স্বাধীনতা দিবসের প্রাক্কালে তেরঙ্গা বাইক র্যালির আয়োজন করেছে বিজেপি।