Rahul Gandhi: লোকসভা নির্বাচনে কটা আসন পাবে বিজেপি? ভবিষ্যদ্বাণী রাহুল গান্ধীর

Published : Apr 20, 2024, 07:11 PM IST
rahul gandhi

সংক্ষিপ্ত

রাহুল গান্ধী বলেন, বিজেপির নেতা কর্মীরা বলেছেন, লোকসভা নির্বাচনে তারা ৩৭০টির বেশি আসন পাবে। কিন্তু এই দাবি সর্বত মিথ্যা। 

সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সংবিধানকে রক্ষা করা হয়। বিহারের ভাগলপুরে প্রথম নির্বাচনী সভা থেকে রাহুল গান্ধী আক্রমণ করেন বিজেপিকে। পাশাপাশি লোকসভা নির্বাচনে বিজেপি কটা আসন পাবে তাই নিয়েও ভবিষ্যদ্বাণী করেন।

রাহুল গান্ধী বলেন, বিজেপির নেতা কর্মীরা বলেছেন, লোকসভা নির্বাচনে তারা ৩৭০টির বেশি আসন পাবে। কিন্তু এই দাবি সর্বত মিথ্যা। তিনি বলেন, 'আমি নিশ্চিত যে লোকসভা নির্বাচনে বিজেপি মাত্র ১৫০টি আসন পাবে।' তিনি রীতিমত জোরের সঙ্গে বলেন ১৫০র বেশি আসন কিছুতেই বিজেপি পাবে না। একটি আসনও বেশি পাবে না বলেও দাবি করেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধী আরও বলেন, ইন্ডিয়া জোট গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে লড়াই করছে। বিজেপি আরএসএস একত্রিত হয়ে সংবিধান ধ্বংস করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, দেশের দরিদ্র, দলিত, আদিবাসীরা যা কিছু পেয়েছে তা সংবিধানের জন্যই। সংবিধান বাতিল হলে সবকিছু শেষ হয়ে যাবে। তিনি মোদী সরকারকে দেশের ধনীদের সাহায্য় করার জন্য দায়ী করেছেন। বলেছেন, বিজেপির আমলে মাত্র ২২ লোকের হাতে সম্পদ বেড়েছে। তিনি আরও বলেন, ২২ জনের হাতে দেশের মোট সম্পদের ৭০ শতাংশ রয়েছে। বিজেপির এই ব্যবস্থার পরিবর্তন কংগ্রেস করতে চায় বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি রাহুল এদিন কংগ্রেসের প্রতিশ্রুতিগুলির কথাও তুলে ধরেন।

তিনি বলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই অগ্নিবীর প্রকল্প তুলে দেবে। তিনি সেনাদের পেনশন নীতি নিয়েও সব হন, বলেন সেনাদের দুই ধরনের পেনশন নীতির কোনও প্রয়োজন নেই সকলেই এক হওয়া জরুরি। কংগ্রেসের জিএসটি পরিবর্তন, আশা ও অঙ্গনওয়াড়ী কর্মীদের বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করেন রাহুল গান্ধী। তিনি কৃষকদের ঋণ মকুম ও নূন্যতম সহায়ক মূল্য কার্যকর করার কথাও বলেন। কৃষক ও মহিলাদের জন্য কংগ্রেসের গ্যারান্টির কথাও তুলে ধরেন রাহুল গান্ধী।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!