Modi Vs Rahul: আমেঠির মতো ওয়েনাড় থেকেও পালিয়ে যাবেন, রাহুলকে কটাক্ষ মোদীর

এবারের লোকসভা নির্বাচনেও কেরালার ওয়েনাড়ে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। আমেঠিতে এখনও কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে রাহুল আর আমেঠিতে প্রার্থী হবেন না বলেই জল্পনা চলছে।

উত্তরপ্রদেশের আমেঠিতে হারের পর কেরালার ওয়েনাড়ে প্রার্থী হওয়া নিয়ে রাহুল গান্ধীকে ব্যঙ্গ করলেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, আমেঠি থেকে যেভাবে পালিয়ে গিয়েছেন, সেভাবেই ওয়েনাড় থেকেও পালিয়ে যাবেন রাহুল। শনিবার মহারাষ্ট্রের নান্দেড়ে এক জনসভায় সরাসরি নাম না করে রাহুলকে কটাক্ষ করেছেন মোদী। তিনি বলেছেন, ‘কংগ্রেসের যুবরাজ ওয়েনাড়েও সঙ্কটে পড়তে চলেছেন। যুবরাজ ও তাঁর পারিষদরা ২৬ এপ্রিল ওয়েনাড়ে ভোটের জন্য অপেক্ষা করছেন। তাঁকে যেভাবে আমেঠি থেকে পালিয়ে আসতে হয়েছে, উনি সেভাবেই ওয়েনাড় ছেড়েও চলে যাবেন।’ মোদীর দাবি, এবারের লোকসভা নির্বাচনে ওয়েনাড়ে জয় পাবেন না রাহুল।

আমেঠিতে প্রার্থী হবেন না রাহুল?

Latest Videos

২০০৪ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার প্রার্থী হন রাহুল। গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আমেঠিতে জয় পান তিনি। এরপর ২০০৯, ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও আমেঠিতে জয় পান রাহুল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমেঠিতে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। সেবারের ভোটেই তিনি ওয়েনাড় থেকে জয়ী হন। এবারের লোকসভা নির্বাচনে ওয়েনাড় থেকে মনোনয়ন জমা দিয়েছেন রাহুল। তিনি আমেঠিতেও প্রার্থী হবেন কি না এখনও স্পষ্ট নয়। রাহুলের বোন প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা এবার আমেঠি থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। ফলে আমেঠি নিয়ে জল্পনা চলছে।

ইন্ডিয়া জোটকে কটাক্ষ মোদীর

নান্দেড়ের সভা থেকে ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে মোদী বলেছেন, ‘ইন্ডিয়া জোট ভারতের মানুষকে বলতে পারছে না তাদের নেতা কে। কংগ্রেস যে কোনও দাবি করতে পারে। কিন্তু বাস্তব হল, ভোট ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন কংগ্রেস নেতারা। দশকের পর দশক ধরে মহারাষ্ট্রের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল কংগ্রেস।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

১০ বছরের প্রধানমন্ত্রীত্বের পর অ্যাকউন্টে কত টাকা রয়েছে মোদীর? জানলে চোখ কপালে উঠবে

ভোটের মুখে মোদীর তীব্র সমালোচনা রণবীর সিং-এর মুখে! ভিডিওতে দেখুন ডিপফেট প্রযুক্তির কারসাজি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের