Chocolate: পাতিয়ালায় দোকান থেকে কেনা চকোলেট খাওয়ার পরেই দেড় বছরের মেয়ের রক্তবমি

দেশজুড়ে ভেজাল খাবারের রমরমা। কলকাতায় যেমন নানা ভেজাল খাবার বিক্রি হয় বলে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে, তেমনই পাঞ্জাবেও ভেজাল খাবার বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পাঞ্জাবের পাতিয়ালায় একটি মুদিখানা থেকে কেনা চকোলেট খাওয়ার পরেই রক্তবমি শুরু করল দেড় বছরের মেয়ে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েটিকে ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় জানা গিয়েছে, সে যে চকোলেট খেয়েছিল, তা থেকেই বিষক্রিয়া হয়েছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাঞ্জাব স্বাস্থ্য দফতরেও অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট দোকানে অভিযান চালায় স্বাস্থ্য দফতরের একটি দল। সেখান থেকে চকোলেটের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, যে চকোলেট বিক্রি করা হয়েছিল, সেটি মেয়াদ উত্তীর্ণ ছিল। ওই দোকান থেকে চকোলেট ছাড়াও অন্যান্য খাবারের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

লুধিয়ানা থেকে পাতিয়ালা এসে বিপত্তি

Latest Videos

মেয়েটির পরিবার সূত্রে জানা গিয়েছে, তারা লুধিয়ানার বাসিন্দা। সে বাবা-মায়ের সঙ্গে পাতিয়ালায় আত্মীয়র বাড়িতে যায়। তার আত্মীয় ভিকি গেহলট স্থানীয় একটি দোকান থেকে চকোলেট কিনে দেন। বাড়ি ফিরে সেই চকোলেট খাওয়ার পর থেকেই রক্তবমি করতে থাকে মেয়েটি। তার অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।

পাতিয়ালায় ভেজাল খাবারের রমরমা

গত মাসেই পাতিয়ালায় জন্মদিনের কেক খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়ার ফলে মৃত্যু হয় ১০ বছরের একটি মেয়ের। তার পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন। তবে চিকিৎসার পর তাঁরা সুস্থ হয়ে ওঠেন। স্বাস্থ্য দফতরে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে জানা যায়, যে বেকারি থেকে কেক কেনা হয়েছিল, সেই বেকারি সরকারিভাবে নথিবদ্ধ নয়। ভুয়ো নামে চলছিল সেই বেকারি। কেকটিও বাসি ছিল। এর ফলেই বিষক্রিয়ায় মেয়েটির মৃত্যু হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Child Death: অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছিল জন্মদিনের কেক, খেয়েই মৃত্যু ১০ বছরের মেয়ের

Adulterated Spices: কলকাতা থেকে জেলাগুলিতে ছড়িয়ে পড়ছে ভেজাল মশলা, খাবার পাতে বিষ

Adulterated Honey: এই ৫টি উপায়ে জেনে নিন আপনার ব্যবহার করা মধু আসল না ভেজাল

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today