
স্কুলের মধ্যেই নৃশংস যৌন অত্যাচার সহ্য করতে হল এক শিশুকে। শনিবার দিল্লি পুলিশ জানিয়েছে, দক্ষিণ দিল্লির কিদওয়াই নগর এলাকার একটি এনডিএমসি স্কুল দ্বিতীয় শ্রেণীর ছাত্রের যৌনাঙ্গে নাইলন-টাইপ থ্রেড বা নাইলনের শক্ত সুতো বেঁধে দিয়েছিল স্কুলেরই এক দল ছাত্র। নতুন দিল্লির মিউনিসিপ্যাল কাউন্সিলের এক আধিকারিক জানিয়েছেন গোটা ঘটনা রিপোর্ট করা হয়েছে পুলিশকে। বিষয়টি খতিয়ে দেখছে কিদওয়াই নগরের পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার শিশুটিকে যখন তার বাবা ও মা স্নান করাচ্ছিল তখনই বিষয়টি তাদের নজরে আসে। অভিভাবকরা দ্রুত শিশুটিকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতল কর্তৃপক্ষই পুলিশকে জানায় গোটা ঘটনা।
পুলিশের কাছেই অভিভাবকরা জানিয়েছে, স্কুলের সহপাঠীরা তাদের ছেলের গোপনাঙ্গে নাইলনের সুতো বেঁধে দিয়েছিল। যা নিয়ে শিশুটির মধ্যে প্রবল অস্বস্তিতি ছিল। পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন, চিকিৎসার পর বর্তমানে শিশুর অবস্থা স্বাভাবিক। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও শিশুটিকে পর্যবেক্ষণে রাখা জরুরি। পাশাপাশি শিশুটি এখনও ট্রমার মধ্যে রয়েছে।
দক্ষিণ দিল্লি পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার চন্দন চৌধুরী জানিয়েছেন, শিশুটি এখনও পর্যন্ত অভিযুক্ত শিশুদের সনাক্ত করতে পারেনি। সেই কারণে এখনও পর্যন্ত মামলা দায়ের করা যায়নি। আইনি মতামত নেওয়া হচ্ছে। তবে শিশুটির অবস্থা স্বাভাবিক হলেই তাকে নিয়ে অভিযুক্তদের সনাক্ত করার কাজ শুরু করবে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের একটি দল ইতিমধ্যে স্কুলে গিয়ে খোঁজ খবর নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দিল্লি পুলিশ সূত্রের খবর বর্তমানে এই স্কুলে শীতের ছুটি চলছে। শনিবার অনেকেই স্কুলে গিয়েছিল। তাদের সঙ্গে কথা বলেও বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, আক্রান্ত যেমন শিশু অভিযুক্তরাও শিশু। তাই বিষয়টি অত্যান্ত মর্মস্পর্শী। জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনেই আক্রান্ত আর অভিযুক্তদের হাজির করানো হবে। দিল্লি মিউনিসিপ্যালিটির এক কর্তা জানিয়েছেন, পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে। আর সেই কারণে তারা এই বিষয় নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চান না। তবে কর্তৃপক্ষ গোটা ঘটনার ওপর নজর রাখতে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ
'লাদাখ অরুণাচল সীমান্ত নিয়ে আমি আশ্বস্ত', ITBPর প্রশংসা করে বললেন অমিত শাহ
Coronavirus: কোভিড আক্রান্ত আর্জেন্টিনার পর্যটক 'গায়েব', সোমবারই তাজমহল দেখেছিলেন তিনি