ভারত ও চিনের রাষ্ট্রপ্রধানদের বৈঠকের ফলে সীমান্তে শান্তি ফিরবে, আশায় বিদেশমন্ত্রক
নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দুই রাষ্ট্রনেতা জানিয়েছেন, ভারত ও চিনের মধ্যে স্থিতাবস্থা, স্বাভাবিক সম্পর্কের উপর জোর দিতে হবে। দুই প্রতিবেশী দেশ বিশ্বের অন্যতম বড় দেশ। আঞ্চলিক ও বিশ্ব শান্তি, উন্নতির ক্ষেত্রে দুই দেশের ইতিবাচক প্রভাব থাকবে।’