
British F-35B India : ২২ দিন ধরে বিমানবন্দরে দাঁড়িয়ে আমেরিকার গর্বের F-35B যুদ্ধবিমান। ২২ দিন ধরে এক ইঞ্চিও নড়ানো যায়নি যুদ্ধবিমানটিকে। আমেরিকার গর্বের যুদ্ধবিমান F-35B এই যুদ্ধবিমান ব্যবহার করছে ব্রিটেনের রয়্যাল নেভি।
British F-35B India : ২২ দিন ধরে বিমানবন্দরে দাঁড়িয়ে আমেরিকার গর্বের F-35B যুদ্ধবিমান। ২২ দিন ধরে এক ইঞ্চিও নড়ানো যায়নি যুদ্ধবিমানটিকে। আমেরিকার গর্বের যুদ্ধবিমান F-35B এই যুদ্ধবিমান ব্যবহার করছে ব্রিটেনের রয়্যাল নেভি। ১৫ জুন থেকে কেরালার তিরুবন্তপুরম বিমানবন্দরে দাঁড়িয়ে F-35B যুদ্ধবিমানটি। জ্বালানি কম থাকায় জরুরি অবতরণ করে ব্রিটেনের রয়্যাল নেভির বিমানটি। এখনও যান্ত্রিক ত্রুটি মেরামত করা সম্ভব হয়নি। রবিবার হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয় বিমানটিকে। আজ ফের ব্রিটেন থেকে সামরিক ইঞ্জিনিয়ারের দল এসেছে ভারতে।