প্রতিবছরই প্রচুর সংখ্যক বিদেশি পর্যটক ভারতে ঘুরতে আসেন। আর ভারতে আসা এই বিদেশি পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন হল গোয়া। সেখানেই বেড়াতে এসে জীবন শেষ করার সিদ্ধান্ত নিলেন এক ব্রিটিশ মহিলা।
আরও পড়ুন: হারিয়ে গিয়েছে পিতৃপুরুষের অস্তিত্ব, আফ্রিকার জনজাতি ঘিরে ক্রমেই বাড়ছে 'ভূত রহস্য'
জানা গিয়েছে আত্মহত্যা করতে গোয়ার বাগা সৈকতে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন ওই মহিলা। তবে শেষপর্যন্ত চরম পরিণতি ঘটা আটকানো গেছে। প্রাণে বেঁচেছেন ওই বিদেশিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মিহলার বয়স পঞ্চাশের কোঠায়। উত্তর গোয়ার বাগা সৈকতে তাকে একা ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয়েছিল নিরাপত্তারক্ষীদের। জলে ঝাঁপ দিতেই সেই সময় ডিটিতে থাকা লাইফগার্ডের কর্মীরা তাঁকে উদ্ধার করেন। যদিও মহিলা প্রথমে সাহায্যে নিতে চাননি বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: 'জনপ্রিয়তায় আমিই সেরা, দ্বিতীয় মোদী', জুকারবার্গকে টেনে ভারত সফরের আগে ফুরফুরে ট্রাম্প
জানা গিয়েছে স্বামীর উপর রাগ করেই এমন কাণ্ড ঘটিয়েছেন ওই বিদেশি পর্যটক। গোয়ায় একসঙ্গে ঘুরতে এসেছিলেন দু'জনে। সেখানেই ওই মহিলাকে ফেলে রেখে চলে যান তাঁর স্বামী, সঙ্গে নিয়ে যান প্রয়োজনীয় কাগজপত্রও। এরপরেই মনের দুঃখে জলে ঝাঁপ দিয়েছিলেন তিনি।