স্বাধীনতা সংগ্রামী না স্বৈরাচারী শাসক, বিতর্কের মধ্যেই টিপু-কে ইতিহাস থেকে মুছে ফেলছে বিজেপি

  • ১০ নভেম্বর টিপু সুলতানের জন্মদিন
  • কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানিয়েছেন তাঁর সরকার টিপুর জন্মজয়ন্তী পালন করবে না
  • স্কুলের পাঠ্যবই থেকেও টিপু সুলতানের অস্তিত্ব মুছে ফেলা হবে
  • টিপু সুলতান স্বাধীনতা সংগ্রামী না স্বৈরাচারী শাসক এই নিয়ে বিতর্ক রয়েছে

 

amartya lahiri | Published : Oct 30, 2019 12:35 PM IST

তাঁকে নিয়ে নানা মুনির নানা মত। কেউ মনে করেন, আঠারো শতকের এই শাসক একজন স্বাধীনতা সংগ্রামী। আবার কারোর কারোর কাছে তিনি আরও একজন স্বৈরাচারী শাসক। এই বিতর্কের অবসান ঘটিয়ে টিপু সুলতানকে একেবারে ইতিবহাস বই থেকেই মুছে ফেলতে চাইছে কর্নাটকের বিজেপি সরকার। এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

আগামী ১০ নভেম্বর টিপুর জন্মদিন। বুধবার ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ওই দিন সরকারি তরফে কোনও অনুষ্ঠান করা হবে না। শুধু তাই নয়, স্কুলের পাঠ্যবই থেকেও টিপু সুলতানের যাবতীয় অস্তিত্ব মুছে ফেলার কথা ভাবনা চিন্তা করছে তাঁর সরকার।

Latest Videos

জানা গিয়েছে, স্কুলপাঠ্য থেকে টিপুকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন মাদিকেরি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক আপ্পাচু রঞ্জন। এই কেন্দ্রে মধ্য়েই পড়ে কোড়াগু এলাকা, যেখানকার বাসিন্দারা টিপুর অত্য়াচারের শিকার হয়েছিলেন। কংগ্রেস সরকার এর আগে যখন রাজ্যে সরকারিভাবে টিপুর জন্মজয়ন্তি পালন করা শুরু করেছিল,. তখন এই এলাকা থেকেই প্রতিবাদের ঝড় উঠেছিল।

কংগ্রেস বিজেপি সরকারের এই চিন্তা ভাবনাকে তাদের স্পর্ধার বহিপ্রকাশ হিসেবেই দেখছে। রাজ্যের কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু রাও জানিয়েছেন, প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই এইসব অপ্রাসঙ্গিক বিষয়কে অনাবশ্যক গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার। যারা ইতিহাসকে সম্মান করতে পারে না, তারাই এই ধরণের সিদ্ধান্ত নিতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ পর্যন্ত প্রত্য়েকেই টিপু সুলতানের অবদান নিয়ে সশ্রদ্ধ বক্তব্য পেশ করেছেন। 

Share this article
click me!

Latest Videos

চরম বিক্ষোভ! কাদা জলে দাঁড় করিয়ে রাখল ওসি-কে! ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র বাঁশদ্রোণী | Bansdroni News
'আমার দিদির বিচার দাও' মহালয়ায় মহামিছিল জুনিয়র ডাক্তারদের | Kolkata Protest Rally | RG Kar Update
PM Modi Live : হরিয়ানায় প্রচারে কংগ্রেসকে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী মোদী, দেখুন
Suvendu Adhikari | দেবীপক্ষের পূণ্যলগ্নে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, দিলেন বিশেষ বার্তা
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে মমতা, আঁকলেন মায়ের চোখ | Mamata Banerjee | Durga Puja 2024