নন্দলাল বসুর শিল্পকলা দিয়ে নয়াদিল্লিতে শুরু হল বৌদ্ধদের প্রদর্শনী ‘বুদ্ধং সরনং গচ্ছমি’

১০ মে নয়া দিল্লিতে এই প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রীমতি মীণাক্ষি লেখি। 

 

Web Desk - ANB | Published : May 11, 2023 2:53 AM IST / Updated: May 11 2023, 08:29 AM IST
15

মাননীয় কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রীমতি মীণাক্ষি লেখি বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে উদ্বোধন করলেন প্রদর্শনী ‘বুদ্ধং সরনং গচ্ছমি’। ১০ মে তারিখে নয়া দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

25

অনুষ্ঠানের অতিথি ছিলেন, ড্রেপুং গোমাং মঠের তাতসাক রিনপোচে। আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশনও এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বুদ্ধ পূর্ণিমার পরের সপ্তাহে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ভগবান বুদ্ধের জীবনের উপর ভিত্তি করে এবং তাঁর সমুদ্রযাত্রা প্রদর্শন করে এই প্রদর্শনী সারা বিশ্বের বৌদ্ধ শিল্প ও সংস্কৃতি তুলে ধরেছে।

35

`বুদ্ধম সরনাম গচ্ছামি' শিল্পের কিছু বিরল এবং অনন্য উপাদান সামনে আনার প্রচেষ্টা করেছে, এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল শিল্পী নন্দলাল বসুর শিল্পকর্ম।

45

এই অনুষ্ঠান নেপাল এবং ভারত, দুই দেশকে শক্তভাবে একত্রে আবদ্ধ করে বলে মনে করেছেন শ্রীমতি মীণাক্ষি লেখি। প্রদীপ প্রজ্জ্বলন ও উপস্থাপনার মধ্য দিয়ে এই প্রদর্শনী শুরু হয় "শ্বেতা মুক্তি" নামের একটি পারফরম্যান্সের মাধ্যমে, যা নারীসুলভ গৌরব প্রদর্শন করে। এটি উপস্থাপন করেছে কবিতা দ্বিবেদী এবং তাঁর ওডিসি নৃত্যশৈলীতে উপস্থাপিত নির্ভানা দল।

55

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মতে, ভারতীয় শিল্পী নন্দলাল বসু জীবনকে অন্বেষণ করেছেন এবং বিশেষ অর্থের সাথে তিনি বুদ্ধের শিক্ষা এবং আধ্যাত্মিকতার পথ উন্মোচন করেছেন। তাঁর হাতে নৈসর্গিক হিমালয় তার আসল সৌন্দর্য খুঁজে পেয়েছে। প্রদর্শনীতে স্থান পেয়েছে নিকোলাস রোরিচ এবং বীরেশ্বর সেনের রচনাও। প্রদর্শনীটি জাতীয় গ্যালারিতে ১০ ই জুন পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos