By Election Result: ১৩তে মাত্র ২, উপনির্বাচনে বিজেপিকে বেজায় অস্বস্তিতে ফেলল কংগ্রেস ও বিরোধীরা

১৩টি আসনের মধ্যে মাত্র দুটি আসনে এগিয়ে বিজেপি। একটিতে জয় নিশ্চিত করেছে আম আদমি পার্টি, বিরোধীরা এগিয়ে বাকি গুলিতে।

 

সাত রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারত জোটের সদস্যদের দাপট রীতিমত বাড়ছে। ইতিমধ্যেই একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। বিজেপির চূড়ান্ত প্রতিপক্ষ আম আদমি পার্টি পঞ্জাবের জলন্ধর কেন্দ্র জয় নিশ্চিত করেছে। রইল সেরা ১০টি আপডেট।

১। উত্তরাখণ্ডের মঙ্গলৌরে কংগ্রেস প্রার্থী ১২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে। বদ্রীনাথে কংগ্রেসের লখপত সিং পুটোলা এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী রাজেন্দ্র ভাণ্ডারীর থেকে।

Latest Videos

২। পঞ্জাবের জলন্ধর আসন দখল করেছে আপের প্রার্থী মহিন্দর ভগবত। ৩৭ হাজারের বেশি ভোটে হারিয়েছে কংগ্রেসের সুরিন্দর কৌরকে।

৩। ক্ষমতাসীন ডিএমকে-এর প্রার্থী অ্যানিউর সিভা (ওরফে শিবশানমুগাম এ) তামিলনাড়ুর বিক্রভান্দি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন।

৪। বিহারে জেডিইউ প্রার্থী কালাধর প্রসাদ নণ্ডল রুপাউলি উপনির্বাচনে নির্দল প্রার্থীর তুলনায় আড়াই হাজার ভোটে এগিয়ে রয়েছে। তৃতীয় স্থানে আরজেডি প্রার্থী বিমা ভারতী।

৫। মধ্যপ্রদেশের ছিন্দাওয়াড়া আসনে পিছিয়ে কংগ্রেস। এগিয়ে রয়েছে বিজেপির ধীরেন শাহ ইনভাতি।

৬। হিমাচল প্রদেশের কংগ্রেস আবার এগিয়ে। তিনটি আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস।

৭। পশ্চিমবঙ্গে ৪টি কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সবকটিতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

৮। শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মধ্যেপ্রদেশ, হিমাচলপ্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব ও বিহারে উপ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ১০ জুলাই ভোট গ্রহণ হয়েছিল।

৯। লোকসভা ভোটের পর এটাই ছিল প্রথম নির্বাচন। যেখানে আবারও এগিয়ে রয়েছে বিরোধীরা। যা বিজেপির অস্বস্তির বড় কারণ। 

১০। বিজেপি শুধুমাত্র মধ্যপ্রদেশের একটি  ও বিহারে জোটসঙ্গী জেডিইউ একটি আসনে এগিয়ে রয়েছে।  

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury