CBSE 12th Result: প্রকাশ পেল CBSE দ্বাদশ শ্রেণীর ফলাফল, পাশের হারে চমক, ছেলেদেরকে টেক্কা দিল মেয়েরা

Published : May 13, 2025, 12:25 PM ISTUpdated : May 13, 2025, 12:42 PM IST
CBSE Borad Result 2025 date

সংক্ষিপ্ত

CBSE 12th Result: CBSE দ্বাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশিত হয়েছে, পাশের হার ৮৮.৩৯ শতাংশ। মেয়েদের পাশের হার ছেলেদের থেকে বেশি।

CBSE 12th Result: প্রকাশ পেল CBSE-র দ্বাদশ শ্রেণীর রেজাল্ট। চলতি বছরে পাশের হার ৮৮.৩৯ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার ০.৪১ শতাংশ বেড়েছে। এবছর ছেলেদের থেকে পাশের হারে মেয়েরা এগিয়ে। ৯১ শতাংশের বেশি মেয়েরা পরীক্ষায় পাশ করেছে হলে খবর। ট্রান্সজেন্ডার বিভাগে ১০০ শতাংশ পাশ করেছে বলে খবর।

CBSE-র দ্বাদশ শ্রেণীর রেজাল্ট দেখা যাবে অনলাইনে। 

cbseresults.nic.in

results.cbse.nic.in

cbse.nic.in

results.digilocker.gov.in এবং

results.gov.in ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে রেজাল্ট।

প্রথমে ওয়েবসাইটে যান। সেখানে হোমপেজ থেকে রেজাল্ট লেখা বটনে ক্লিক করুন। সেখানে নিজের রোল নম্বর, স্কুল নম্বর ও অ্যাডমিট কার্ড দিয়ে ক্লিক করলে মিলবে রেজাল্ট।

এই বছরের CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল ২০২৫-এর মধ্যে আয়োজিত হয়েছিল। ব্যবহারিক পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। এই বছর পরীক্ষায় মোট ১৭.৮৮ লক্ষ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, যারা ১২০ টিরও বেশি বিষয়ে পরীক্ষা দিয়েছে। মোট ১৯,২৯৯টি স্কুল পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৭,৩৩০টি।

আগেই জানা গিয়েছিল, রেজাল্ট ঘোষণার পরে ছাত্রছাত্রীরা একটি অস্থায়ী ডিজিটাল মার্কশিট পাবে, যাতে তাদের নাম, রোল নম্বর, বিষয়ভিত্তিক নম্বর, মোট নম্বর, এবং পাস/ফেলের অবস্থা উল্লেখ থাকবে। তবে মনে রাখবেন, এই ডিজিটাল স্কোরকার্ড কেবল অস্থায়ী হবে। ছাত্রছাত্রীরা তাদের মূল মার্কশিট পরে তাদের নিজ নিজ স্কুল থেকে সংগ্রহ করতে হবে।

এবছর মোট ১৭,০৪,৩৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। এরপর মোট ১৬,৯২,৭২৯ জন পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন।

পাশের হারের নিরিখ দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে জওহর নবোদয় বিদ্যালয় ৯৯.২৯% পাশের হার নিয়ে শীর্ষে। এরপর কেন্দ্রীয় বিদ্যালয়। ৯৯.০৫ % পাশের হার। এবং তৃতীয় স্থানে কেন্দ্রীয় তিব্বতি স্কুল। পাশে হার ৯৮.৯৬ %।

বিজয়ওয়াড়া জোন ৯৯.৬০ % নিয়ে সর্বোচ্চ স্থানে। ত্রিভান্দ্রম ৯৯.৩২ % নিয়ে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে ৯৭.৩৯ % নিয়ে আছে চেন্নাই। চতুর্থ স্থানে বেঙ্গালুরু। ৯৫.৯৫ % নম্বর পেয়েছে এই রাজ্য থেকে। পঞ্চম স্থানে দিল্লি পশ্চিম। প্রাপ্ত নম্বর ৯৫.৩৭ %। ষষ্ঠ স্থানে দিল্লি পূর্ব ৯৫.০৬ %। সপ্তম স্থানে চণ্ডীগড়। ৯১.৬১ % প্রাপ্ত নম্বর। পঞ্চকুলা ৯১.১৭ % পেয়ে অষ্টম স্থানে। পুনে ৯০.৯৩ % পেয়ে নবম স্থানে। আর দশম স্থানে আজমির। প্রাপ্ত নম্বর ৯০.৪০ %।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী
ইম্ফল রোডে তোলাবাজির অভিযোগ, ইউএনএলএফ ক্যাডারকে গ্রেফতার করল মণিপুর পুলিশ