দেশের সর্বত্র অবৈধভাবে প্রবেশকরা বাংলাদেশীদের খুঁজে খুঁজে টেনে বেড় করছে! মোতায়েন করা হয়েছে বিশেষ দল

Published : Dec 23, 2024, 03:27 PM IST
 Bangladesh Violence BSF tightens border measures to prevent Bangladeshi infiltration bsm

সংক্ষিপ্ত

অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করতে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ বাহিনী গঠন করেছে। দিল্লিতে ১৭৫ জন অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে। 

দেশের অলিতে গলিতে অবৈধভাবে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশি, আর তাঁদের খুঁজে টেনে টেনে বেড় করার জন্য একটা ফোর্স গঠন করেছে কেন্দ্রীয় সরকরা। শুধুমাত্র দিল্লিতেই এমন ১৭৫ জনকে খুঁজে বার করেছে পুলিশ যারা বৈথ নথি ছাড়াই রাজধানীতে বসবাস করছেন।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করা হয়েছে। আর এই কাজ কেবলমাত্র শহরে নয় প্রতন্ত্য গ্রামেও করা হয়েছে। যাতে এই ধরনের কোনও সমস্যা দেখ দিলেই ব্যবস্থা নেওয়া যায়। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ চালানো হয়েছে তাতে অনুপ্রবেশকারীরা দলে দলে এদেশে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়াটা জরুরি হয়ে পড়েছে।

বিশেষ এই টিম এলাকাতে তো বটেই এমনকী স্কুলগুলিতে গিয়েও নজরদারী রাখছে। দিল্লির পাশাপাশি কলকাতাতেও বাড়ানো হয়েছে এই তল্লাসি অভিযান। বাংলাদেশের দিকে তাকালে এই তল্লাশি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়া সন্দেহজনক এলাকাগুলিতে বাড়ানো হয়েছে সতর্কতা। এর ফলে বাংলা-সহ অসম ও কেরলা থেকে বেশ কয়েকজন কে আটক করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিভ্রাট, চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, মুখ খুললেন উড়ান সংস্থার চেয়ারম্যান
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?