দেশের সর্বত্র অবৈধভাবে প্রবেশকরা বাংলাদেশীদের খুঁজে খুঁজে টেনে বেড় করছে! মোতায়েন করা হয়েছে বিশেষ দল

অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করতে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ বাহিনী গঠন করেছে। দিল্লিতে ১৭৫ জন অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে। 

দেশের অলিতে গলিতে অবৈধভাবে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশি, আর তাঁদের খুঁজে টেনে টেনে বেড় করার জন্য একটা ফোর্স গঠন করেছে কেন্দ্রীয় সরকরা। শুধুমাত্র দিল্লিতেই এমন ১৭৫ জনকে খুঁজে বার করেছে পুলিশ যারা বৈথ নথি ছাড়াই রাজধানীতে বসবাস করছেন।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করা হয়েছে। আর এই কাজ কেবলমাত্র শহরে নয় প্রতন্ত্য গ্রামেও করা হয়েছে। যাতে এই ধরনের কোনও সমস্যা দেখ দিলেই ব্যবস্থা নেওয়া যায়। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ চালানো হয়েছে তাতে অনুপ্রবেশকারীরা দলে দলে এদেশে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়াটা জরুরি হয়ে পড়েছে।

Latest Videos

বিশেষ এই টিম এলাকাতে তো বটেই এমনকী স্কুলগুলিতে গিয়েও নজরদারী রাখছে। দিল্লির পাশাপাশি কলকাতাতেও বাড়ানো হয়েছে এই তল্লাসি অভিযান। বাংলাদেশের দিকে তাকালে এই তল্লাশি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়া সন্দেহজনক এলাকাগুলিতে বাড়ানো হয়েছে সতর্কতা। এর ফলে বাংলা-সহ অসম ও কেরলা থেকে বেশ কয়েকজন কে আটক করা হয়েছে।

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee কারোর নয় ভোটের জন্য Hindu-Muslim করেন’ চরম তুলোধোনা Adhir Ranjan Chowdhury-র
‘মহিলাদের উপর অত্যাচারের কথা Mamata Banerjee বলতে দেন না!’ এ কী বললেন Agnimitra Paul
Shankar Ghosh : বিধানসভার বাইরে মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন শঙ্কর ঘোষ, দেখুন কী বলছেন তিনি
Nadia News: অন্ধকার রাস্তা থেকে উদ্ধার অচেতন মেয়ে! হাসপাতালে নিয়ে গেলেই ফাঁস হয় শিউরে ওঠা তথ্য
কেউ হাসপাতালে, কেউ শপিংমলে কাজ করছিল! আটক ২৪ অবৈধ বাংলাদেশি | Delhi Police | Bangladeshi |