বৃহস্পতিবার সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্টে পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২৪-২০২৫ অর্থবর্ষের পেশ করা আর্থিক রিপোর্ট জানাচ্ছে যে, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে অনেকটাই। শুধু তাই নয়, যা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশা রাজ্যের থেকেও তুলনামূলক ভাবে অনেক ভালো।
25
কী বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রিপোর্ট?
বৃহস্পতিবার সংসদে পেশ করা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রিপোর্টে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এনএসডিপি ৯.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬.৩২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে বলে জানানো হয়েছে। এককথায় পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির কথা স্বীকার করা হলেও তবে পড়শি রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ যে অনেকটাই পিছিয়ে রয়েছে সে কথাও জানানো হয়েছে।
35
গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গে NSDP-হার কত ছিল?
জানা গিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত অর্থবর্ষে ২০২৩-২০২৪ সালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এনএসডিপির বৃদ্ধির হার ছিল ৮.৯৪ শতাংশ। তার তুলনায় তামিলনাড়ু (১৫.৭৬ শতাংশ) ও উত্তরপ্রদেশের (১২.৬৪ শতাংশ) মতো বড় রাজ্যগুলির তুলনায় এখনও বৃদ্ধির হারে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ বলে জানানো হয়েছে রিপোর্টে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেন। সেখানে তিনি জানান যে, পশ্চিমবঙ্গের ২০২৩-২৪ সালে এনএসডিপি ছিল ১৪.৮৫ লক্ষ কোটি টাকা। শুধু তাই নয়, নির্মলার রিপোর্ট জানাচ্ছে, ২০২৪-২৫ সালে বিহারের এনএসডিপি বৃদ্ধি ১৩.০৭ শতাংশ, ওড়িশায় ১৩.০৪ শতাংশ, ঝাড়খণ্ডে ১০.৮৮ শতাংশ। অর্থাৎ পূর্ব ভারতের তিন পড়শি রাজ্যের তুলনায় এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।
55
কোন কোন রাজ্যে এনএসডিপি-র হার বৃদ্ধি?
তবে উত্তর ভারতের কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনায় ভালো অবস্থায় রয়েছে এ রাজ্য। এনএসডিপি বৃদ্ধি পঞ্জাব (৯.১২ শতাংশ এবং দিল্লির (৯.২৮ শতাংশ) চেয়ে বেশি। এছাড়়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর রিপোর্ট অনুযায়ী, এনএসডিপির হার ভালো অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকেও।