অযোধ্যার উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেছিলেন এক মহিলা। তাঁর পরিবারের সদস্যদের সে কথা পছন্দ হয়নি। প্রচণ্ড মারধর করার পর তিন তালাক দিলেন স্বামী। শাশুড়ি-সহ পরিবারের অন্যান্য সদস্যরাও মারধর করেন বলে অভিযোগ এই মহিলার। তাঁর আরও অভিযোগ, শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয়। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচে। এই মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাঁদের মধ্যে আছেন স্বামী আর্শাদ, শাশুড়ি রাইশা, শ্বশুর ইসলাম, জা কুলসুম, দেওর ফারহান ও শাফাক এবং জা সিমরন। অভিযুক্তদের বিরুদ্ধে মারধর, গালিলাগাজ, হুমকি দেওয়া, পণের দাবিতে অত্যাচার এবং মুসলিম মহিলাদের বিবাহ সংক্রান্ত অধিকার আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
বিয়ের কয়েক মাসের মধ্যেই তালাক!
এই মহিলা জানিয়েছেন, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর তাঁর বিয়ে হয়। বিয়ের পর তিনি অযোধ্যায় শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। সেই সময় বাইরে কোথাও গেলে অযোধ্যা ধামের উন্নতি, সৌন্দর্যায়ন, পরিবেশের প্রশংসা করতেন। তিনি স্বামীর সামনেই মোদী ও যোগীর প্রশংসা করতেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর করেন স্বামী। তিনি গায়ে গরম ডালও ঢেলে দেন। এই মহিলাকে বাপের বাড়িতে ফেরতও পাঠিয়ে দেন স্বামী। কিছুদিন পর অবশ্য শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ফিরিয়ে নিয়ে যান। কিন্তু সেখানে ফের তাঁর উপর অত্যাচার শুরু হয়। প্রচণ্ড মারধর, খুনের চেষ্টার পর তিন তালাক দেন স্বামী।
নিষিদ্ধ হওয়ার পরেও চলছে তিন তালাক!
কেন্দ্রীয় সরকার আইন করে তিন তালাক নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু তারপরেও তিন তালাক দিচ্ছে কেউ কেউ। জরওয়াল রোড থানার ইনচার্জ ইন্সপেক্টর ব্রিজরাজ প্রসাদ জানিয়েছেন, জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি স্ত্রীকে মারধর করে তালাক দিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আবারও তিন তালাক দিল স্বামী, এবার কন্যা সন্তান জন্ম দেওয়ার 'অপরাধ' স্ত্রীর
স্ত্রীকে তিন তালাক কী দেওয়ার ভয়ঙ্কর পরিণতি, শ্বশুরবাড়ির পাড়ায় মান গেল স্বামীর
ছোট পোশাক-মদ্যপানে আপত্তি স্ত্রীর, রাগে তিন তালাক 'কামুক' স্বামীর