জল্পনার অবসান, মার্চ থেকে DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, এই বিভাগের কর্মীরা পাবেন বাড়তি বেতন

Published : Feb 03, 2025, 07:37 PM IST

গুজরাট রাজ্য সরকার তাদের সড়ক পরিবহন কর্মোরেশনের কর্মীদের জন্য ৪% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে। এই বৃদ্ধি মার্চ মাস থেকে কার্যকর হবে। বর্তমানে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন, যা শীঘ্রই ৫৬% হতে চলেছে।

PREV
110

রাজ্য় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনার শেষ নেই। এবার এই সকল বিতর্কের অবসান হল।

210

সদ্য রাজ্য সরকারের পক্ষ থেকে DA ঘোষণা করা হয়েছে। যা নিয়ে খুশির হাওয়া কর্মীদের মধ্যে।

310

এবার এক ধাক্কায় ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার। মিলল নিশ্চিত খবর।

410

মার্চ মাস থেকেই সরকারি কর্মীরা পাবেন বাড়তি টাকা। যে খবর সদ্য এল প্রকাশ্যে।

510

তবে, সকল রাজ্য সরকারি কর্মীদের বাড়ছে না DA। শুধু মাত্র একটি বিভাগের কর্মীদের ডিএ বৃদ্ধি পাবে।

610

এদিকে কেন্দ্রীয় কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

710

ফেব্রুয়ারির শেষে ফের বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। যা বেড়ে হবে ৫৬ শতাংশ।

810

এরই মাঝে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির খবর এল প্রকাশ্যে।

910

তবে পশ্চিমবঙ্গ নয়। ডিএ বাড়বে গুজরাট রাজ্য সরকারের।

1010

৪ শতাংশ ডিএ বৃদ্ধি করল গুজরাট সরকার। এই ডিএ মিলবে গুজরাট রাজ্য সড়ক পরিবহন কর্মোরেশনের কর্মীদের।

click me!

Recommended Stories