জল্পনার অবসান, মার্চ থেকে DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, এই বিভাগের কর্মীরা পাবেন বাড়তি বেতন
গুজরাট রাজ্য সরকার তাদের সড়ক পরিবহন কর্মোরেশনের কর্মীদের জন্য ৪% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে। এই বৃদ্ধি মার্চ মাস থেকে কার্যকর হবে। বর্তমানে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন, যা শীঘ্রই ৫৬% হতে চলেছে।