২০২৪ সালে বাংলাদেশ আর পাকিস্তানে হিন্দুদের ওপর ঠিক কী পরিমাণ হিংসা হয়েছে? তথ্য পেশ করল কেন্দ্র সরকার

লোকসভায় তথ্য জমা দিয়েছে বিদেশমন্ত্রক। সেখানে বলেছে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশকেই চিঠি দিয়েছে ভারত সরকার।

 

বাংলাদেশে ২০২৪ সালে হিন্দুদের ওপর নির্যাতনের ২২০০টি ঘটনা ঘটেছে। শেক হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বেড়েছে। অন্যদিকে পাকিস্তানে চলতি বছর হিন্দুদে ওপর ১১২টি হিংসার ঘটনা ঘটেছে। শুক্রবার বিদেশমন্ত্রক একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতেই এই ঘটনার কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় এই তথ্য জমা দিয়েছে বিদেশমন্ত্রক।

লোকসভায় তথ্য জমা দিয়েছে বিদেশমন্ত্রক। সেখানে বলেছে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশকেই চিঠি দিয়েছে ভারত সরকার। দুই দেশকেই তাদের দেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে ও মঙ্গল নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। বিদেশমন্ত্রক বলছে, 'সরকার এই ঘটনাগুলিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বাংলাদেশ সরকারকে ইতিমধ্যেই ভারত নিজের উদ্বেগের কথা জানিয়েছে। ভারত প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে।'

Latest Videos

 

পাকিস্তান ইস্যুতে ভারত সরকার বলেছে, 'ভারত সককার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার বিষয়টি উত্থাপম করেছে। পাকিস্তান সরকারকে ধর্মীয় অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সহিংসতা,পদ্ধতিগত নিপূড়ন ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ প্রতিরোধে পদক্ষেপ নিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিত কররার জন্য অনুরোধ করেছে। ভারত একটি উপযুক্ত আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানে সংখ্যালঘুদের দুর্দশার কথা তুলে ধরছে।'

যে তথ্য কেন্দ্রীয় সরকার শেয়ার করেছে তাতে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ৪৭টি ঘটনা ২০২২ সালে, ৩০২টি হিংসার ঘটনা ঘটেছিল ২০২৩ সালে আর চলতি বছর হিংসার ঘটনা ঘটেছে ২২০০ টি। পাকিস্তানে ২০২২ সালে হিন্দুদের ওপর নির্যাতনের ২৪১টি ঘটনা, ২০২৩ সালে ১০৩টি ও ২০২৪ সালে ১১২টি ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে , পাকিস্তান আর বাংলাদেশ বাদ দিয়ে অন্য কোনও দেশে হিন্দুদে ওপর হিংসার কোনও ঘটনা চলতি বছর এখনও পর্যন্ত ঘটেনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News