UIDAI-তে ইন্টার্নশিপের সুযোগ মিলবে- আইন, প্রযুক্তি, মেডিকেল, ম্যানেজমেন্ট, IT Act, Cyber Law সংক্রান্ত রিসার্চ, Software Development, IT, Management and Public Policy, পাবলিক পলিসি গবেষণা, প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক পরিকল্পনা, তথ্য সুরক্ষা আইন। সুতরাং এই ডোমেইনগুলিতে কাজ করার মাধ্যমে একজন শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তার কাজের ক্ষেত্রেও আরও সুবিধা ভোগ করতে পারবেন।