116

অন্যদিকে, পশ্চিমবঙ্গের বুকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বেশ জনপ্রিয়
রাজ্যের মহিলারা এই সুবিধা পেয়ে থাকেন।
216
আর্থসামাজিক উন্নতি
মূলত রাজ্যের মহিলাদের আর্থসামাজিক উন্নতির কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় এই প্রকল্প।
316
গত ২০২১ সালে এই প্রকল্পের শুরু
416
সরকারি প্রকল্প
কয়েকটি নিয়ম মানলেই সোজা টাকা চলে আসে অ্যাকাউন্টে।
516
নিঃসন্দেহে অন্যতম একটি সরকারি প্রকল্প
উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মহিলা।
616
তবে শুধু লক্ষ্মীর ভান্ডার নয়
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে যেমন মাসে মাসে টাকা আসে, সেইরকমই কেন্দ্রীয় সরকারেরও বেশ কিছু প্রকল্প রয়েছে।
716
যেগুলি থেকেও মাসে মাসে টাকা আসতে থাকে
মোদী সরকারের আমলেই শুরু হয় এই স্কিমটি।
816
কত টাকা আসে জানেন?
এই প্রকল্পটি থেকে প্রতিমাসে উপভোক্তাদের কাছে আসে ৩০০০ টাকা।
916
কার্যত, প্রতি মাসে ৩০০০ টাকা
1016
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটির আওতায় যারা রয়েছেন,
তারা প্রতি মাসে বাড়িতে বসেই নিজেদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন।
1116
এই স্কিমটি কিন্তু রীতিমতো টেক্কা দিচ্ছে
পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারকে।
1216
প্রকল্পটি হল কিষাণ মনধন যোজনা
যে প্রকল্প কৃষকদের আর্থিকভাবে সাহায্য করে থাকে।
1316
তবে এই প্রকল্পের টাকা পেতে হলে কী করতে হবে?
কৃষকদের প্রকল্পে নাম তোলার পাশাপাশি বিনিয়োগ করতে হয়।
1416
কবে শুরু হয়?
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গত ২০১৯ সালে এই প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পেনশন হিসেবে টাকা পাওয়া যায় ৬০ বছর পর থেকে।
1516
এই প্রকল্পের আওতায় ১৮-৪০ বছর বয়সী কৃষকরা নাম নথিভুক্ত করতে পারেন
যদি কোনও কৃষক ২৯ বছর বয়সে নাম নথিভুক্ত করেন, তাহলে প্রতি মাসে তাঁকে ১০০ টাকা করে জমা করতে হবে।