মণিপুরে ‘অল আউট অ্যাকশন’ যেতে চায় কেন্দ্র! রওনা দিল আরও পাঁচ হাজার সেনা, জানুন বিশদে

Published : Nov 18, 2024, 10:45 PM IST
CAPF in Manipur

সংক্ষিপ্ত

এবার মণিপুরে ‘অল আউট অ্যাকশন’-এ গেল কেন্দ্রীয় সরকার। 

উত্তর-পূর্বের এই রাজ্যে এমনিতেই বেলাগাম হিংসা চলছে বেশ কয়েকদিন ধরে। আর সেই হিংসা সামাল দিতে আরও ৫০ কোম্পানি সিআরপিএফ জওয়ান পাঠানো হচ্ছে। প্রায় ২৪ ঘণ্টা জুড়ে সেখানে অভিযান চালাবে নিরাপত্তাবাহিনী।

সোমবার, এই ইস্যুতে একটি হাইভোল্টেজ বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই প্রকাশ্যে এল এই তথ্য। প্রসঙ্গত, গত ৭ নভেম্বর থেকে নতুন করে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। বিশেষ করে এই অঞ্চলের জিরিবাম জেলা। এখনও পর্যন্ত প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে এখানে।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে গত ১৪ নভেম্বর, নতুন করে লাগু হয়েছে আফস্পা। এমনকি, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এখানে ২০ কোম্পানি আধাসেনা আগে থেকেই মোতায়েন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এবার আরও ৫০ কোম্পানি আধাসেনা অর্থাৎ, ৫ হাজার সিআরপিএফ মোতায়েন করা হল এই রাজ্যে।

সবমিলিয়ে, বর্তমানে মণিপুরে আধাসেনার সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় এক লক্ষ। সূত্রের খবর, কেন্দ্রের তরফ থেকে আধাসেনাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ‘অল আউট’ অভিযানে নামার। সমস্ত বিরোধীদের আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, প্রয়োজনে নিকেশ করারও সশস্ত্র বিদ্রোহীদের কাছে ঠিক কী কী অস্ত্র রয়েছে এবং তাদের ঠিকানা কোথায়, সেইসব তথ্য জানতে গোয়েন্দা বিভাগের থেকে তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে।

মায়ানমার সীমান্তের পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। কড়া হাতে এই ভয়ানক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কেন্দ্রীয় অধীনস্থ সংস্থায় বিজনেস অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ
Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?