জরুরি নির্দেশ জারি করল RBI! ১০০ টাকার নোট নিয়ে দেশবাসীর জন্য বড় সতর্কতা

আরবিআই ১০০ টাকার নোটের বিষয়ে সতর্কতা জারি করেছে জাল নোটের বিস্তারের কারণে। নকল নোট চেনার টিপসও প্রদান করা হয়েছে, যাতে দেশবাসী আসল ও নকল নোটের পার্থক্য বুঝতে পারেন।
Deblina Dey | Published : Jan 12, 2025 4:48 PM / Updated: Jan 12 2025, 04:53 PM IST
110

বর্তমানে দেশের ব্যবহৃত নোটের মধ্যে সবচেয়ে বড় নোট হল ৫০০ টাকা।কিন্তু দেশের সবচেয়ে ব্যবহৃত নোট হল ১০০ টাকা। 

210

দেশবাসীর জন্য আরবিআই এই ১০০ টাকার নোটের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। 

310

আর এই বিশেষ সতর্কতা হল, দেশজুড়ে জাল ১০০ টাকার নোট ছড়িয়ে পড়েছে। 

410

২০০০ নোটেরও একই অবস্থা হয়েছিল। আর এখন ১০০ নয় ৫০০ টাকার জাল নোটও রয়েছে। তবে সবচেয়ে বেশি ১০০ টাকার নোট ব্যবহার হয় বলে আরবিআই এই নোট ব্যবহারের ক্ষেত্রে বিষেয সতর্কতা জারি করেছে।

510

১০০, ৫০০ এর জাল নোট এতটাই ছড়িয়ে পড়েছে, যার জেরে চিন্তা বাড়ছে। এই কারণেই আরবিআই এই ১০০ টাকার বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে।

610

সেই সঙ্গে নকল নোট চেনার বিশেষ কিছু টিপসও দিয়েছে যাত দেশবাসী সহজেই জাল নোট চিনতে পারে। 

710

এই বিষয়গুলো জানলেই সহজেই চিনতে পারবেন কোনটা আসল আর কোনটা নকল নোট।

810

এই জাল নোট এমনভাবেই তৈরি করেছে প্রতারকরা যা খুঁটিয়ে না দেখলে চেনা দায়। 

910

আসল ১০০ টাকার নোটের ওয়াটার মার্কের পাশে একটি ফুলেক নকশা করা আলোর দিকে এই নোট ধরলে এই নকশা করা ফুলের মধ্যে ১০০ টাকা লেখা দেখা যায়। 

1010

এছাড়া নোটের সিকিউরিটি থ্রেডে আরবিআই লেখা ফুটে উঠবে। বিভিন্ন দিকে থেকে দেখলে এই রং নীল ও সবুজই দেখাবে। এমনকী গান্ধীজির ছবির মধ্যেও আরবিআই ও ১০০ টাকা লেখা দেখতে পাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos