লক্ষ্মী ভাণ্ডারের ১০০০ টাকা নয়! মহিলাদের জন্য নয়া সরকারি প্রকল্প মাসিক মিলবে ৭০০০ টাকা

মহিলাদের স্বনির্ভর করতে সাহায্য করার জন্য নতুন সরকারি প্রকল্প 'সখী' চালু হয়েছে, যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে ৭০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৫০ হাজারের বেশি মহিলা নাম নথিভুক্ত করেছেন।
Deblina Dey | Published : Jan 12, 2025 6:43 PM / Updated: Jan 12 2025, 08:36 PM IST
111

২০১২ সাল থেকে চালু হওয়ার পর থেকে মারাত্মক জনপ্রিয়তা লাভ করে লক্ষ্মী ভাণ্ডার। বাংলার মহিলাদের মধ্য এই প্রকল্প নিয়ে জনপ্রিয়তাও তুঙ্গে। 

211

এমনকী একাংশের মতে এই প্রকল্পের জেরেই বাংলা নিজের দখলে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ ও ১২০০ টাকার মোহেই ভোট ব্যাঙ্কের খেলা চলে বাংলায়। এমনটাই মত বিরোধীদের।

311

তাই বাঙালির মন জয় করতে প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে ১০০০ থেকে ১২০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। 

411

তবে এবার মোদী সরকারও পিছিয়ে নেই দেশের মহিলাদের স্বনির্ভর করার জন্য প্রতিমাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০০০ টাকা ঢুকবে এমনই প্রকল্প চালু করেছে। 

511

যার নাম সখী প্রকল্প। এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৫০ হাজারেরও মহিলার নাম নথিভুক্ত হয়েছে। 

611

উন্নত ভারত গড়ার লক্ষ্যে এই প্রকল্প চালু করেছে। ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবে। 

711

এই প্রকল্পের আওতায় আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ হতেই হবে। 

811

এছাড়াও রয়েছে কমিশন ও অন্যন্য সুবিধা। 

911

এলআইসি স্থির করেছে ৩ বছরের মধ্যে এই প্রকল্পের আওতায় ২ লক্ষ মহিলাকে যোগ করবে। 

1011

এই প্রকল্পের জন্য পলিসি পেপার ইতিমধ্যে বিত্রি শুরু হয়ে গিয়েছে।

1111

এই প্রকল্পে প্রথম বছরে ৭০০০ টাকা, দ্বিতীয় বছরে ৬০০০ টাকা ও তৃতীয় বছরে মিলবে ৫০০০ টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos