আশা-আশঙ্কার দোলাচলে দেশ, ২ সপ্তাহে রেড জোন কমলেও বাড়েনি করোনামুক্ত গ্রিন জোনের সংখ্যা

  • গত ২ সপ্তাহে দেশে কমেছে রেড জোনের সংখ্যা
  • ১৫ এপ্রিল দেশে রেড জোন ছিল ১৭১ টি
  • সেই সংখ্যা বর্তমানে কমে হয়েছে ১৩০
  • তবে কমে গিয়েছে করোনামুক্ত জেলার সংখ্যাও

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩৫ হাজারের গণ্ডি। এই অবস্থায় দেশবাসীকে একইসঙ্গে স্বস্তি ও অস্বস্তির খবর দিচ্ছে কেন্দ্র। ভাল খবর একদিকে যেমন, গত দু’সপ্তাহে দেশে ‘রেড জোন’-এ তালিকাভুক্ত জেলাগুলির সংখ্যা কমেছে।  তেমনি আশঙ্কার বিষয় হল, দেশে বাড়েনি গ্রিন জোনের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১৫ এপ্রিল যেখানে দেশে  অতি সংক্রমিত এলাকাগুলোর সংখ্যা ছিল ১৭০,  সেখানে ৩০ এপ্রিল তা কমে এসে দাঁড়িয়েছে ১৩০-এ। এর পাশাপাশি যএকেবারে সংক্রমণ নেই এমন এলাকা অর্থাৎ "গ্রিন জোন"-এর সংখ্যাও কমে গেছে। আগে যেখানে দেশে "গ্রিন জোন" ছিল ৩৫৬ টি, এখন সেটি কমে গিয়ে হয়েছে ৩১৯।

Latest Videos

 

"গ্রিন জোন" বলতে কেন্দ্র সেই এলাকাগুলোকেই বোঝাচ্ছে, যেখানে নতুন করে সেভাবে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। সেভাবেই আগে যেখানে অনেক জেলাতেই ২৮ দিনের মধ্যে নতুন করে সংক্রমিত হচ্ছিলেন না কেউ, সেটাই কমে এসে এখন দাঁড়িয়েছে ২১ দিনে। অর্থাৎ সংক্রমণ যে সর্বস্তরে কমে যাচ্ছে এমনটা নয়। কিন্তু "রেড জোন" কমার ফলে  ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, দেশে এবার ধীরে ধীরে করোনা ভাইরাসের তীব্রতা হ্রাস পাচ্ছে।

রাজ্যের ১০ টি জেলা এখনও রয়েছে করোনার রেড জোনে, একনজরে চোখ বুলিয়ে নিন আপনি রয়েছেন কোথায়

সফল হল না প্লাজমা থেরাপির প্রয়োগ, বাণিজ্যনগরীতে মারাই গেলেন চিকিৎসারত করোনা রোগী

জলন্ধরের পর এবার সাহারানপুর থেকে হিমালয় দর্শন, ৩০ বছর পর দেখা গেল ঝকঝকে গঙ্গোত্রী

শুক্রবার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের সচিব প্রীতি সুদন। সেখানেই এই তথ্য তুলে ধরেছেন তিনি। সেখানেই দেশের ৭৩৩টি জেলাকে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে নতুন করে ভাগ করা হয়েছে। তালিকা অনুসারে দেশে রয়েছে ১৩০টি রেড জোন। অরঞ্জে জোনের সংখ্যা হয়েছে ২৮৪। আগে এই সংখ্যাটা ছিল ২০৭। 

মনে করা হচ্ছে ৩ মের পরেও রেড জোনে জারি থাকবে সতর্কতা। বাকি অরেঞ্জ ও গ্রিন জোনে একটু একটু করে কাজকর্ম শুরু হতে পারে বলেও আশা করছেন অনেকে।

দেখে নিন একনজরে দেশের কোন জেলা রয়েছে কোন তালিকায়-
আন্দামান ও নিকোবর আইল্যাান্ডস
দক্ষিণ আন্দামান- রেড জোন
 নিকোবর-রেড জোন
উত্তর ও মধ্য আন্দামান--রেড জোন
অন্ধ্রপ্রদেশ-কুরনুল-রেড জোন
অন্ধ্রপ্রদেশ-গুন্টুর -রেড জোন 
 অন্ধ্রপ্রদেশ-কৃষ্ণা-রেড জোন
অন্ধ্রপ্রদেশ-চিত্তোর- রেড জোন
অন্ধ্রপ্রদেশ-এসপিএসআর নেলোর-রেড জোন
অন্ধ্রপ্রদেশ-পশ্চিম গোদাবরী- অরেঞ্জ জোন
অন্ধ্রপ্রদেশ-ওয়াই এস আর -অরেঞ্জ জোন
অন্ধ্রপ্রদেশ-অনন্তপুর -অরেঞ্জ জোন
অন্ধ্রপ্রদেশ- প্রকাশম - অরেঞ্জ জোন
অন্ধ্রপ্রদেশ-পূর্ব গোদাবরী -অরেঞ্জ জোন
অন্ধ্রপ্রদেশ-শ্রীকাকুলাম -অরেঞ্জ জোন
অন্ধ্রপ্রদেশ- বিশাখাপত্তনম - অরেঞ্জ জোন
অন্ধ্রপ্রদেশ-ভিজিয়ানাগ্রাম-গ্রিন জোন

অরুণাচল-লোহিত- গ্রিন জোন 
অরুণাচল-চাংলাং-গ্রিন জোন 
অরুণাচল-দিবাং ভ্যালি- গ্রিন জোন 
অরুণাচল-পূর্ব কামেং- গ্রিন জোন 
অরুণাচল- পূর্ব সিয়াং-গ্রিন জোন 
অরুণাচল- কুরুঙ্গকুমে-গ্রিন জোন 
অরুণাচল-লোয়ার দিবাং ভ্যালি- গ্রিন জোন 
অরুণাচল-লোয়ার সুবাংসিরি- গ্রিন জোন 
অরুণাচল-পাপুম পারে-গ্রিন জোন 
অরুণাচল- তাওয়াং-গ্রিন জোন 
অরুণাচল- তিরাপ-গ্রিন জোন 
অরুণাচল- আপার সিয়াং- গ্রিন জোন 
অরুণাচল- আপার সুবানসিরি- গ্রিন জোন 
অরুণাচল-পশ্চিম কেমেং- গ্রিন জোন 
অরুণাচল- পশ্চিম সিয়াং-গ্রিন জোন 
অরুণাচল-আনজ- গ্রিন জোন 
অরুণাচল- লংডিং-গ্রিন জোন 
অরুণাচল- কারাদাদি-গ্রিন জোন 
অরুণাচল-নামসাই-গ্রিন জোন 
অরুণাচল-সিয়াং- গ্রিন জোন 
অরুণাচল-কামলে- গ্রিন জোন 
অরুণাচল-লোয়ার সিয়াং- গ্রিন জোন 
অরুণাচল-পক্কেকেসাং-গ্রিন জোন 
অরুণাচল- লেপারাদা- গ্রিন জোন 
অরুণাচল-শি ইউমি- গ্রিন জোন


 

Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর