কামড়ের জবাবে পালটা কামড়! জশপুরের ৮ বছরের শিশুর সঙ্গে বিষাক্ত গোখরোর লড়াই, প্রাণ হারাল কে?

বিষাক্ত সাপটি যখন জঙ্গল থেকে বেরিয়ে এসে কামড়ে ধরল ৮ বছরের ছোট্ট ছেলের হাত, তখন উপায়ান্তর না দেখে খুদে শিশুটিও কামড়ে ধরল হিলহিলে সাপের শরীর!

ছত্তীসগঢ়ের জশপুর জেলা, প্রায় ২০০ প্রজাতির সাপ বাস করে একটি ছোট্ট গ্রামে। জন্ম থেকেই বিবিধ প্রকারের বিষাক্ত সাপদের সঙ্গে মিলেমিশে বেড়ে ওঠেন গ্রামীণ বাসিন্দারা। সেই রকমই এক ছোট্ট ছেলের নাম দীপক, বর্তমানে যার বয়স প্রায় ৮ বছর। কিন্তু, সাপের কামড় থেকে বাঁচতে সে যে এমন কাণ্ড করে ফেলবে, তা বোধহয় ভাবতে পারেননি তার পরিবারের মানুষজনও।

সোমবার নিজের বাড়ির পিছন দিকে একা একাই খেলা করছিল বছর আটেকের ছোট্ট দীপক। আচমকা তার কাছাকাছি থাকা একটি ঝোপ থেকে বেরিয়ে আসে হিলহিলে বিষাক্ত একটি গোখরো সাপ। তাকে সামনে পেয়ে ছোট্ট হাতে পেঁচিয়ে ধরে বিষধর সরীসৃপটি। স্বাভাবিকভাবেই প্রচণ্ড ভয় পেয়ে যায় দীপক। সাপটিকে ছাড়ানোর চেষ্টা করার জন্য সে ছটফট শুরু করতেই সাপটি দীপকের ওই হাতে দাঁত বসিয়ে দেয়। কামড় খেয়ে দারুণ ব্যথায় অনুভব করে ছোট্ট ছেলেটি। সাপটিকে মাটিতে ফেলে দেওয়ার জন্য ভীষণভাবে হাত ঝাড়তে শুরু করে সে, বারবার ঝটকা মেরেও গোখরোটিকে ঝেড়ে ফেলার চেষ্টা ব্যর্থ হয়, সাপটি তার হাত পেঁচিয়েই রাখে।

Latest Videos

কোনও পদ্ধতিতেই কাজ না হওয়ায় আর উপায়ান্তর না দেখে অবশেষে প্রচণ্ড বিষধর গোখরোর গায়ে জোরে কামড় বসিয়ে দেয় ৮ বছরের খুদে। এরপরেই ঘটে অবাক কাণ্ড! ছোট শিশুর ধারাল দাঁতের কামড় খেয়ে ছটফট করতে করতে মরে যায় নাছোড়বান্দা গোখরো। সাপটি নিস্তেজ হয়ে পড়তেই দীপকের হাতের সঙ্গে লেগে থাকা প্যাঁচাল শরীর আলগা হয়ে যায়। সুযোগ পেয়েই সেটিকে ছুড়ে ফেলে দেয় দীপক।

বিপদ টের পেতেই ছোট্ট সন্তানকে কোলে তুলে তাড়াতাড়ি হাসপাতালের দিকে দৌড়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু, সেখানে নিয়ে গেলে দেখা যায়, সাপের কামড় খেয়েও দীপকের শরীরে এতটুকুও সমস্যা হয়নি। হাসপাতালের চিকিৎসকরা তার শরীর পরীক্ষা করেন, এরপর ঘটনার বিবরণ জেনে তাকে বিষ প্রতিরোধক ইঞ্জেকশনও দেওয়া হয়। একটা গোটা দিন ধরে তাকে নজরে রাখার পর হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়।

ছত্তীসগঢ়ের জশপুর জেলাজুড়ে প্রায় ২০০টি প্রজাতির সাপ পাওয়া যায়। এই জেলায় উপজাতি সম্প্রদায় মানুষের বাস। প্রচুর পরিমাণে সাপ পাওয়া যায় বলে এই জেলাকে ‘নাগলোক’ও বলা হয়।

সোমবার এই চমকপ্রদ ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রাইপুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত জশপুর জেলার পান্দারপাড় গ্রামে। ঘটনার পর ছোট্ট দীপক জানিয়েছে, “বাড়ির পিছনে খেলছিলাম। সাপটি এসে হাতে পেঁচিয়ে ধরে কামড়ে দেয়। প্রচন্ড ব্যথা হচ্ছিল হাতে। কিন্তু সাপটি কিছুতেই হাত ছাড়ছিল না। জোরে ঝটকা মারি। তার পরেও যখন হাত ছাড়েনি, দিলাম পর পর দু’বার কামড় বসিয়ে। মুহূর্তেই এই ঘটনাটি ঘটে গিয়েছিল।”

অন্যদিকে চিকিৎসকদের দাবি, সাপটি দীপককে কামড়ালেও কোনও রকম উপসর্গ দেখা যায়নি তাঁর শরীরে। কিন্তু, কীভাবে ঘটল এমন আশ্চর্যজনক ঘটনা?

সাপ বিশেষজ্ঞ কাইজ়ার হুসেন জানিয়েছেন, “গোখরো সাপ দীপকের হাতে কামড় বসালেও বিষ উগরে দেয়নি। ওটা ছিল শুধুমাত্র কামড়। বিষ ছোবল নয়। আর এ ধরনের কামড়ে খুব ব্যথা হয়। যে জায়গায় কামড় বসায় সাপ, শুধুমাত্র সেই জায়গা ফুলে ওঠে।” কাইজ়ার জানান, এই ধরনের ঘটনা খুবই বিরল।

 

আরও পড়ুন-
১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন! সেক্স-ভিডিওর প্রতি নাবালকের আসক্তি দেখে হতবাক কর্ণাটকের পুলিশ কর্তারা
তৃণমূলের সঙ্গে ডিয়ার লটারির যোগ? অনুব্রত মণ্ডলের লটারি জেতার সূত্রে বোলপুরের সিবিআই দফতরে লটারি ব্যবসায়ী
মেলা নয়, আগে ১০০ দিনের কাজে জোর দিতে হবে: শ্রমমন্ত্রীকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024